আবারো চিকিৎসক হামলার শিকার

এবার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা চালালো স্থানীয় প্রভাবশালীরা ।  ময়মনসিংহের গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ছয় ঘন্টা পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসককে কেন রোগীর পেটে হাত দিয়ে পরীক্ষা করা হয়েছে জানতে চাওয়া হয় এবং চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে নিয়ে গিয়ে লাঞ্চনার চেষ্টা করা হয় । উল্লেখ্য যে, একজন মহিলা এটেন্ডেন্ট এর উপস্থিতিতে তলপেটে ব্যথা নিয়ে আসা মহিলা রোগীকে পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয় ।

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষ সকল মানুষকে সমভাবে চিকিৎসা করার শপথ নিয়েই একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত থাকেন । সেখানে সর্বজন স্বীকৃত উপায়ে মহিলা এটেন্ডেন্টের উপস্থিতিতে পরীক্ষা করার পরেও এবং রোগী চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার দীর্ঘক্ষণ পর স্থানীয় সন্ত্রাসীদের এ হেন আচরণ আবারো দেশে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার অমীমাংসিত প্রশ্ন সামনে নিয়ে এসেছে । কর্তব্যরত চিকিৎসকের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বার বার বলতে থাকেন, “আমরা কী তাহলে এখন প্রচলিত মান সম্মত পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চিকিৎসা সেবা দেব?”  উদ্ভূত পরিস্থিতিতে  অন্যান্য চিকিৎসকদের মতই তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যান ।

এর আগে গত বুধবার চট্টগ্রামে ক্লিনিকে রোগীর মৃত্যকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে অপহরণ করে মারধোরের ঘটনা ঘটেছে । দেশের আনাচে কানাচে প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটে চলেছে যা গণমাধ্যমেও আসছে।  এ সকল ঘটনার অধিকতর কারণ অনুসন্ধান , সুষ্ঠু বিচারে দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি চিকিৎসা পেশার সাথে জড়িত সকলের স্বার্থে এবং অবশ্যই দেশের সকল সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার উৎকর্ষতার জন্যে । 1390600_10201888761516932_1546227332_a

ডক্টরস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

(মেডিক্যাল ও ডেন্টাল সাইন্সে) জাপানে উচ্চ শিক্ষা

Sat Oct 11 , 2014
পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সারা বিশ্বজুড়ে  বৈদেশিক ছাত্রছাত্রীদের প্রায় ৯.৫ শতাংশই জাপানে অধ্যয়নরত জাপানে উচ্চ শিক্ষা গ্রহনের এই ব্যাপক চাহিদার কারণ হচ্ছে জাপানে ছাত্রছাত্রীরা যুগোপযোগী সর্বাধুনিক প্রযুক্তি  ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেডিসিন, সাহিত্য থেকে শুরু করে ব্যবসা প্রশাসন যেকোন বিষয়েই জাপানী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনার বিস্তৃত সুযোগ রয়েছে। তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশ […]

ব্রেকিং নিউজ

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo