২১জানুয়ারি,২০২০
৩৯ তম বিশেষ বিসিএসে আরও ১৮ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা থেকে এ আদেশ জারি করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এর আগে গত ১৯ নভেম্বর এই বিসিএসে চার হাজার ৪৪৩ জন ও ৮ ডিসেম্বর ১৬৮ জন চিকিৎসককে নিয়োগ দেয়া হয়েছিল। এখন ১৮ জন চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগ দিতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লেখিত তারিখেই তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।
প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

