দেশ-বিদেশ, ডাক্তারী ও কিছু কথা || পর্ব-১০

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১৭ আগষ্ট ২০২০, সোমবার

ডা. সাদিয়া হোমায়রা সোহানা
এফ.সি.পি.এস. (পার্ট-১; গাইনী)
এম.আর.সি.ও.জি (পার্ট-১)
প্রাক্তন মেডিকেল অফিসার, সুলতান কাবুস হাসপাতাল, সালালাহ, ওমান।

যাত্রাবিরতি সহ প্রায় বিশ ঘন্টার উপর ভ্রমণ শেষে পৌঁছলাম কানাডায়। কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিলো। এর আগেও এসেছি, কিন্তু এবার সম্পূর্ণ নতুন শহর উইনিপেগে। অত্যধিক শীতের প্রকোপ থাকায় যাকে অনেকে আদর করে “উইন্টারপেগ” ডাকে।

কিন্তু শহরে নামার সাথে সাথে এই অচেনা অনুভূতিটা গায়েব হতে থাকে। আমার হাজব্যান্ডের পরম প্রিয় একজন ছোট ভাই আমরা আসার আগেই সাধ্যের মধ্যে সবটুকু আয়োজন করে রাখেন, যেন কোন কিছুতেই আমাদের কোন কষ্ট না হয়।

কানাডায় মূলতঃ ঋতু চারটি। গ্রীস্মকাল, হেমন্ত, শীত ও বসন্ত। এর মধ্যে গরম আর শীতকাল ছাড়া বাকী দুই ঋতু বড়ই ক্ষণস্থায়ী, শীতের আসা আর যাওয়ার ঘোষণায় তারা ব্যস্ত থাকে। যারা কানাডায় থাকেন, তারা হাড়ে হাড়ে বুঝবেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। শীতপ্রধান দেশ, তাই শীতনিদ্রা শেষ হলেই সবাই ব্যাকুল হয়ে ওঠে এদিক ওদিক ঘোরার জন্য, আর দেশটাও খুব সুন্দরই বটে। অসংখ্য লেকে ভরা, পৃথিবীর সুপেয় পানির বিশ ভাগই নাকি আছে এই কানাডায়। “ফল” ঋতুতে গাছের পাতা যখন কমলা, লাল, হলুদ হয়ে যায়, মনে হয় এরকম অসহনীয় সুন্দর বোধহয় আর কিছুই হয়না। আবার শীতের প্রথমে যখন পেজা তুলোর মতো তুষারকণা ঝরে পড়ে, প্রকৃতির সে রূপেরও তুলনা নেই। যদিও আমরা যারা ইমিগ্র্যান্ট হয়ে আসি, তাদের এই আবেগ-উচ্ছাস কিছুদিনের মধ্যেই যন্ত্রণায় রুপান্তরিত হয়। কিন্তু যারা এখানেই স্থায়ী তারা শীতকাল উপভোগ করে বিভিন্নভাবে, বলাই বাহুল্য “আইস হকি” কেন এদের সবচেয়ে প্রিয়।

কানাডার স্বাস্থ্য ব্যবস্থার গড়মান ভালো, জনগণের ট্যাক্সের টাকায় সবার চিকিৎসা হয় ” ইউনিভার্সেল হেলথ কেয়ার”, তবে তা নিয়ে বড়াই করার বা ডাক্তারদের কথা শোনানোর কোন সুযোগ নেই। সব হাসপাতালে লেখা আছে “তুমি যেমন নিরাপত্তা আশা কর, আমরাও তাই আশা করি, যেকোন অযাচিত ব্যবহারের জন্য আমরা চিকিৎসা দিতে অস্বীকার  করতে পারি”।

এখানে সবাই কোন না কোন ফ্যামিলি ফিজিশিয়ান এর অধীনে থাকে, এছাড়া কোন প্রয়োজন হলে রেফার করা হয়। দীর্ঘ সময় এপয়ন্টমেন্টের জন্য অপেক্ষার ব্যাপারটা বেশিরভাগেরই পছন্দ না। সবচেয়ে ভালো যে ব্যাপার, চিকিৎসার মান কারো আর্থিক অবস্থার উপর একদমই নির্ভর করেনা।

আমি দু’জন ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে কাজ করে দেখেছি, এখানে সব ধরণের রোগীর মধ্যে সবচেয়ে বেশি আছে মানসিক স্বাস্থ্যের রোগী। প্রতিটি ফ্যামিলি ফিজিশিয়ানকে এজন্য সাইকিয়াট্রি সম্পর্কে খুব ভালো জানতে হয় এবং প্রাথমিক ওষুধ পত্র, ফলো আপ তাদেরই করতে হয়। সাইকোথেরাপির জন্যও তারা পাঠাতে পারে। পরে প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের কাছেও রেফার করা হয়। তবে বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের মতো এটি কোন ট্যাবু নয়।

কানাডার জীবন আর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লিখতে গেলে হয়তো আরো দশ পর্ব লেখা হয়ে যাবে। তবে এখানকার স্বাস্থ্য ব্যবস্থার নিবিঢ় অংশ না হয়ে তা আমি করতে চাচ্ছি না, তাই এ গল্পগুলো অন্য কোন সময়ের জন্য তোলা থাক।

আপনাদের অনেক ধন্যবাদ গতকিছুদিন যারা আমার এই এলোমেলো ভাবনার কথাগুলো পড়ছেন। অনেকেই আমাকে মেসেজ করেছেন কিছু ব্যাপারে, আমি চেষ্টা করবো আজকে তা নিয়ে লিখতে। ওমানের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন ওমানে ডাক্তার হিসেবে চাকরির ব্যাপারে। আগে অনেকেই সরকারীভাবে বা মূলত এজেন্সীর মাধ্যমে এসেছেন। কিন্তু এখন যারা যাচ্ছেন বেশীরভাগই নিজ উদ্যোগে, প্রাইভেট ক্লিনিকের স্পন্সরশীপের মাধ্যমে যাচ্ছেন।

আরো অনেক দেশের মতই OMSB(Oman Medical specialty Board) এর পরীক্ষা হয় Prometric এক্সাম এর মাধ্যমে। প্রমেট্রিক সেন্টার আছে এমন যেকোন দেশেই এই পরীক্ষা দেয়া যায়। বাংলাদেশে এই সেন্টার আছে।

Test Center Location: Delta Dahlia Tower (3rd Floor), 36 Kemal Ataturk Avenue, Banani, Dhaka – 1213.(American alumni association)

কেউ জিপি/মেডিকেল অফিসার পজিশনের জন্য চেষ্টা করলে এমবিবিএসের পর কমপক্ষে দুই/তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। আর স্পেশালিস্ট পোস্টের জন্য, ডিগ্রী বা ফেলোশিপ পরবর্তী কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

*এপ্লিকেশনের জন্য এই লিঙ্কের ধাপগুলো অনুসরণ করুন। খুব সহজভাবে লেখা হয়েছে।

https://www.prometric.com/sites/default/files/OMSBExamsFAQs.pdf.

এখানে টেষ্ট সেন্টারে অবশ্যই বাংলাদেশ লিখবেন যদি পরীক্ষা বাংলাদেশে দিতে চান।

*প্রতিটি প্রমেট্রিক পরীক্ষায় প্রায় ১০০ (ক্ষেত্র বিশেষে ভিন্ন) টি mcq প্রশ্নের উত্তর দিতে হয়। গড় পাশ নম্বর ৫০% (জিপি) থেকে ৬০% (স্পেশালিস্ট) হতে পারে। প্রতিটি সাব্জেক্টে কি ধরণের টপিক আসতে পারে, কত ভাগ প্রশ্ন কোন টপিক থেকে আসতে পারে, তার একটা ধারণা পাবেন নিচের লিঙ্কে। আপনার স্পেশালিটি অনুযায়ী ক্লিক করলে বিস্তারিত পাবেন।

http://www.omsb.org/infoPage.aspx?id=527

*প্রমেট্রিক এক্সামের পাশ না ফেল তা সাথে সাথেই বোঝা যায়। পাশ করার পরবর্তী ধাপ স্পন্সর বা জব অফার যোগাড় করা। জব সার্কুলার বা ওমানে কাজ করছেন এমন কারো মাধ্যমে তা করতে পারেন। সার্টিফিকেট সমূহ dataflow অনলাইনে ভেরিফিকেশন করাতে হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ফী দিয়ে। এক একটি ডকুমেন্টের জন্য ৬০ ওমানি রিয়াল করে (১৩০০০ টাকা প্রায়) লাগে।

Oman

ভেরিফিকেশন হওয়ার পর ডাটা ফ্লো ভেরিফিকেশন সার্টিফিকেট কপি (অথবা টাকা জমাদানের রিসিট) ও প্রমেট্রিকের রেজাল্ট এর স্ক্যান কপি সহ মাস্কাটে মিনিস্ট্রি অব হেলথ, অথবা প্রাইভেট ডিজি হেলথ এ মৌখিক পরীক্ষার আবেদন করলে তারা ৩ মাসের ভিসা ও ইন্টারভিউ এর তারিখ দেবে। মৌখিক পরীক্ষায় পাশ করলে ওমানের লাইসেন্স পাওয়া যাবে। একবার লিখিত পরীক্ষার রেজাল্টে সর্বমোট তিনবার মৌখিক পরীক্ষার সু্যোগ পাওয়া যায়। মৌখিক পরীক্ষায় যাতায়াত ও থাকার খরচ নিজকেই বহন করতে হয়। মৌখিক পরীক্ষায় পাশ করার জন্য বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিও তে এসেসমেন্ট ও ম্যানেজমেন্ট জিজ্ঞেস করা হয়, উত্তর নিজের অভিজ্ঞতার চেয়ে স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী কি হওয়া উচিত তা বলাই ভালো।

* মৌখিক পরিক্ষায় পাশ করলে সাধারণত দুই বছরের কন্ট্রাক্ট হয়। এছাড়া আবাস ব্যবস্থা, ফ্যামিলির ভিসা, বাৎসরিক ছুটি ক্লিনিকের নিয়ম অনুযায়ী ঠিক করা হয়। এক্ষেত্রে সরকারী সুবিধা বেশি, ফ্যামিলি ভিসায়, স্পাউস, ছেলে মেয়ে, বাবা মাকে আনার ব্যবস্থা করা যায়। কাজের লোক আর ড্রাইভারের ভিসা পাওয়া যায়, যদি কেউ দেশ থেকে আনতে চায়। অনেকেই এখানে আসার পর চাকরী বদলান, তবে পূর্ববর্তী চাকুরীস্থল থেকে NOC দরকার হয়।

আরেকটা প্রশ্ন বেশী পেয়েছি তা কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত। এটি সদা পরিবর্তনশীল। আমরা যখন আবেদন করেছি ব্যাপারগুলো অনেক সহজ ছিল। এখন খুব সহজ ভাবে বললে কিছু প্রভিন্সিয়াল ক্যাটাগরী, স্পাউস বা স্টুডেন্ট ভিসা ছাড়া ডাক্তারদের জন্য তেমন কোন সুযোগ আসলে নেই ইমিগ্রেশনের। অহেতুক প্রলোভনে কেউ বিভ্রান্ত হবেন না। সবচেয়ে সত্যি ইনফো পাবেন এখানে

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada.html

https://www.cic.gc.ca/

সবশেষে আরও  কিছু  প্রশ্ন পেয়েছি তার অনেকটাই ব্যক্তিগত। আমার লক্ষ্য কি, কি করেছি আর কেন করেছি, তা আসলে একান্তই আমার। আমাদের সবারই তো কোন গন্তব্য থাকে, তাই না? তবে গন্তব্যে পোঁছতে গিয়ে আমরা চলার পথের যে সৌন্দর্য, তা যেন হারিয়ে না ফেলি।

সবার জন্য অনেক শুভকামনা।

Sarif Sahriar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

"কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না।"- ডা. এবিএম আবদুল্লাহ

Mon Aug 17 , 2020
প্ল্যাটফর্ম নিউজ, ১৭ আগষ্ট ২০২০, সোমবার স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, “তিনি কোন পরিপ্রেক্ষিতে, কীভাবে এটা বলেছেন, কোনো বিশেষজ্ঞের মতামত নিয়েছেন কিনা, আমি জানি না। তবে, কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে না এমনিতেই যাবে।” […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo