সোমবার, ২৬ মে, ২০২৫
দেশেই সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে মগজের (ব্রেইন) ৩ ইঞ্চি পরিমাণ ভেদ করে যাওয়া রড। রাজধানীর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার করা হয়।
নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদের সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার (২৬ মে) সকাল ৭টার কিছু পরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে নির্মান শ্রমিক মো: হাসান মিয়া (৩০) গুরুতর ভাবে মাথায় আঘাত পেয়ে আহত হন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি রড বল্টু সহ তার মাথায় এসে পড়লে হেলমেট ভেঙ্গে সেটি মাথার হাড় ছিদ্র করে মগজের ভিতরে প্রায় ৩ইঞ্চি পরিমাণ ঢুকে যায়।
তৎক্ষনাৎ তার সহকর্মীরা চিকিৎসার জন্য তাকে নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ রোগীটিকে জরুরী বিভাগেই পর্যবেক্ষন করেন। পরবর্তীতে দ্রুত হাই ডিপেন্ডেসি ইউনিট (এইচ ডি ইউ) এ স্থানান্তর করেন।
পরবর্তীতে রোগীর স্বজন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ তদারকী প্রতিষ্ঠানের সুপারভাইজারের সম্মতিতে মাত্র ১ ঘন্টার মধ্যেই মস্তিষ্কের অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা নেয়া হয়। অপারেশনের মাধ্যমে মগজের ভিতরর প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত দেবে যাওয়া রড টি সফলভাবে বের করে নিয়ে আসেন নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ ও তার দল।
নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদের বরাতে আরো জানা যায়, ৩ ঘন্টা দীর্ঘ সফল অপারেশন শেষে রোগীর জ্ঞান ফিরে আসে এবং তিনি হাত – পা স্বাভাবিকভাবে নাড়াতে পারেন, কথাও বলতে পারেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস