২৮ ডিসেম্বর ২০১৯
গত ২৫শে ডিসেম্বর, চা শ্রমিকদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এবং জরায়ুমুখের ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল, খাদিম নগর চা বাগান, খাদিম নগর, সিলেটে।
ক্যাম্পেইনটি আয়োজন করেছিল “আলোকিত আগামী”। মেডিকেল সহায়তায় ছিল “প্ল্যাটফর্ম”। ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামুল্যে ঔষধ বিতরণ এবং ভায়া কার্ড প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন সিলেট ওসমানি মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম টিম। অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার/তামান্না ইসলাম
Next Post
নাসিরনগর উপজেলা হাসপাতালে সন্ত্রাসী হামলা
Sat Dec 28 , 2019
গত ২৬ ডিসেম্বর, ২০১৯ রাত ৯ঃ৩০ এর দিকে দুজন সন্ত্রাসী সমীর দাস ও টিটু দাস নাসিরনগর উপজেলা হাসপাতালে এসে ভাংচুর, মারধোর ও অগ্নিসংযোগ করে। সন্ত্রাসী দুজন হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ জীবন চন্দ্র দাস কে ভয় দেখানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীকভাবে আঘাত করতে এলে […]

You May Like
-
10 years ago
Celebration of 2nd Public Health Foundation Day
-
10 years ago
East Asian Medical Students Conference , 2016