- ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষে ১ম বর্ষ এমবিবিএস এবং বিডিএস কোর্সে মেধা তালিকা হতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ,শেরে বাংলা নগর,ঢাকা এ ভর্তির জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫/১১/২০১৪ ইং তারিখে এম.বি.বি.এস. কোর্সের মেধা তালিকার ক্রমিক নম্বর (১-৭১) এবং ০৬/১১/০১৪ তারিখে মেধা তালিকার ক্রমিক নম্বর (৭২-১৪২)এ অনুযায়ী এবং ০৮/১১/২০১৪ তারিখে বিডিএস কোর্সের মেধা তালিকার ক্রমিক নম্বর (১-৫৬) এই অনুযায়ী কলেজের কনফারেন্স রুমে নির্দিষ্ট তারিখে সকাল ৮ ঘটিকায় সকল প্রয়োজনীয় কাগজ-পত্রাদিসহ অবশ্যই উপস্থিত থাকতে বলা হচ্ছে।




Fri Oct 31 , 2014
লেখকঃ ডাঃ সেলিম শাহেদ গতকাল খবরে দেখলাম তিশার এপেন্ডিটিসাইটিসের অপারেশন হয়েছে।অপারেশন শেষে সুস্থ হয়ে বাসায়ও চলে গেছেন।এর আগে প্রিয় কবি নির্মলেন্দু গুনের হার্টের বাই-পাস অপারেশন হলো।তিনিও সুস্থ হয়ে বাড়ি গেছেন। অপারেশন কিংবা চিকিৎসা শেষে তিশা কিংবা কবির মতো সবাই সুস্থ হয়ে বাড়ি যান না।এঁদের কেউ কেউ না ফেরার দেশে পাড়ি […]