বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
‘জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের উর্ধ্বমুখী সম্প্রসারণসহ ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পে ৪২০ কোটি টাকা ব্যয় করবে সরকার। এ ব্যয় চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারি ২০২৬ হতে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫) পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০০৭ সালে যাত্রা শুরু করে হাসপাতালটি। তখন প্রতিদিন ১৫০-২০০ জন রোগী ভর্তির পাশাপাশি দৈনিক আউটডোরে রোগী হত ৪৫০-৫০০জন। চিকিৎসক সংখ্যা ছিল ১৪০ জন ও নার্স ২৪০জন।