বুধবার, ১৪ মে, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাবর্তনের মঞ্চের শেষদকে এক কোণায় চেয়ারের সারি। বেশিরভাগ সারির আশেপাশে ফ্যানের ব্যবস্থা থাকলে শেষের কোণায় কোন ফ্যানের ব্যবস্থা নাই। এমন দৃশ্যের দেখা মিলেছে বুধবার চবির সমাবর্তন মঞ্চের সামনে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এগুলো অতিরিক্ত সারি রাখা হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন! এই সারিগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের (চবি অধিভুক্ত মেডিকেল কলেজসমূহ) শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে।
যেখানে তীব্র তাপদাহের এমন সময়ে ফ্যান বিহীন এমন স্থানে বসা দুস্কর নয় বরং অসম্ভবই বটে। এ নিয়ে তীব্র সমালোচনারা মুখে পড়েছে চবি প্রশাসন!
সমাবর্তনের বিশাল আয়োজনকে ঘিরে খরচ ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি টাকায় নির্মিত হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল। কিন্তু মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের জন্য রাখা হয়নি কোন ফ্যান!
উল্লেখ্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের সমাবর্তনে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়েছ।