মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
প্রতিটি ওটিতে সিসিটিভি ক্যামেরা থাকবে, শল্য চিকিৎসার প্রতিটি পদক্ষেপ স্পষ্টভাবে উচ্চারিত হবে এবং তার রেকর্ড থাকবে – এমন সুপারিশ করেছন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা। এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন।
সেখানে ৩য় পরিচ্ছেদ ‘স্বাস্থ্যসেবা দান ও ভৌত অবকাঠামো’-এর সেবা প্রদানে স্বচ্ছতা শিরোনামের ৩.১.২৪ নং প্রস্তাবনায় বলা হয়েছে – (১) যা করা যাবে না:
- (ক) সরকারি সেবা প্রদানকারী কোন রোগীকে বেসরকারি হাসপাতালে প্রেরণ,
- (খ) ঔষধ প্রস্তুতকারকের প্যাডে প্রেসক্রিপশন লেখা,
- (গ) অপ্রয়োজনীয় ওষুধ বা পরীক্ষা করার পরামর্শ,
(২) প্রতিটি ওটিতে সিসিটিভি ক্যামেরা থাকবে, শস্য চিকিৎসার প্রতিটি পদক্ষেপ স্পষ্টভাবে উচ্চারিত হবে এবং তার রেকর্ড থাকবে,
(৩) ঝুঁকি ভাগাভাগির ভিত্তিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব,
(৪) জনস্বাস্থ্য কর্মকর্তাদের দক্ষতার সাথে চুক্তি ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষন,
(৫) দুর্ঘটনার বা দক্ষ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষন:
প্ল্যাটফর্ম/এমইউএএস