ওয়েব এডমিন টিউটোরিয়াল

লগিনঃ প্রথমে ব্রাউজারের এড্রেসবারে লিখুনঃ platform-med.org/wp-admin যে পেইজ আসবে যেখানে এডমিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন বাটনে চাপ দিন। loginযেভাবে নতুন পোস্ট করবেনঃ লগিন করার পর ড্যাশবোর্ড পেইজ আসবে। এখানে একেবারে উপরের দিকে New লেখা বাটনে মাউস রাখলে নিচের চিত্রের মত একটি বার নিচে নেমে আসবে। নতুন পোস্ট করার জন্য এই বার থেকে post লেখা অংশে ক্লিক করতে হবে। new post post লেখাটিতে ক্লিক করার পর নতুন পেউজ আসবে। এবার নিচের ছবির মত করে নির্দিষ্ট স্থানে পোস্টের শিরোনাম, লেখকের নাম এবং তার নিচে মূল পোস্ট লিখতে হবে বা কপি পেস্ট করে দেয়া যাবে। মূল লেখার ভিতরে এক বা একাধিক ছবি যোগ করতে হলে লাল চিহ্নিত add media বাটনে ক্লিক করতে হবে। post title ক্লিক করার পর নিচের চিত্রে মত আসবে এখান থেকে প্রথমে চিহ্নিত upload files অংশে ক্লিক করে চিহ্নিত select files ক্লিক করে পিসি থেকে ছবিটি সিলেক্ট করতে হবে। upload এবারে ছবিটি আপলোড হয়ে গেলে Media Library দেখাবে যেখানে নতুন আপলোডকৃত ছবি সহ আগের আপলোড করা ছবিগুলোও দেখা যাবে। এখান থেকে যে ছবিটি পোস্টে দিতে চান সেটি সিলেক্ট করে ডান দিকে Title অংশে ছবিটির একটি নাম দিতে হবে এরপর ডান দিকে নিচে insert into post বাটনে ক্লিক করে মূল পোস্টে ছবিটি যুক্ত হয়ে যাবে। insert ছবি যুক্ত করার পর মূল লেখা শেষ করে ডান দিকে পেইজের মাঝামাঝি All Categories নামের একটি থেকে পোস্টের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। এখানে অনেক ক্যাটেগরি আছে, স্ক্রল করে দেখতে হবে। যেটা সবচেয়ে সঠিক মনে হয় সেই ক্যাটেগরি তে ক্লিক করতে হবে। categoryএবার ক্যাটেগরি এর আরেকটি নিচে tag লেখা অংশে কিছু বাংলা এবং ইংরেজি key-word লিখতে হবে যা পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ন। এই কি ওয়ার্ড দিয়ে সার্চ করলে পরে এই পোস্ট খুজে পাওয়া যাবে। যেমন পোস্টটি যদি সাজেশন এর পোস্ট হয় তাহলে কি ওয়ার্ড হতে পারে নিচের মত tagকি-ওয়ার্ড লিখে পাশে add বাটনে ক্লিক করতে হবে এবং এর ঠিক নিচেই featured image লেখা অংশে set featured image এ ক্লিক করলে নিচের মত আসবে। featured এখান থেকে আগে আপলোড করা কোন ছবি অথবা নতুন কোন ছবি আপলোড করে (বাম পাশে উপরে upload files থেকে আগের মত) ডান দিকে নিচে set featured image এ ক্লিক করে চিহ্নিত ছবিটি featured হয়ে যাবে অর্থাৎ পোস্টটি শেয়ার করলে কিংবা মূল হোম পেইজে এই ছবিটি দেখা যাবে। ফিচারড ইমেজ দিলে পোস্টের ভিতরে আর ছবি না দিলেও চলে (যদি পোস্টে একাধিক ছবি তাহকে তাহলে দিতে পারেন), মনে রাখবেন পোস্টের ভিতরে কোন ছবি দেন বা না দেন ফিচারড ছবি একটা দিয়েন অন্তত। লেখকের লেখায় ছবি না থাকলে ঐ বিষয়ে গুগল সার্চ করে পছন্দমত একটা ছবি দিয়ে দিতে পারেন ফিচারড হিসেবে এবং ট্যাগ বক্সে ট্যাগ দিতে ভুলবেন না, এটা পোস্ট খুজে বের করার জন্য গুরুত্বপূর্ণ। এবার আবার একেবারে উপরে উঠে ডান দিকে publish লেখা অংশে publish বাটনে ক্লিক করলে লেখাটি পাব্লিশ হয়ে যাবে অর্থাৎ হোম পেইজে পোস্ট হয়ে যাবে। publish পাবলিশে ক্লিক করার পর নিচের মত আসবে। এখান থেকে view লেখাতে ক্লিক করলে মূল ওয়েবসাইটে পোস্টটি দেখা যাবে। এড্রেসবার থেকে আপনার এই পোস্টের লিঙ্কটা কপি করে প্ল্যাটফর্ম মূল গ্রুপে পোস্ট করবেন। প্রয়োজনে নিজের ওয়াল বা অন্যান্য মেডিকেল গ্রুপেও পোস্ট করবেন যেখানে যেটা দরকারি মনে হয়।view এডিট পেইজ থেকে বের হয়ে গেলে আবার ড্যাশ বোর্ডে ফিরে আসতে এড্রেসবারে platform-med.org/wp-admin লিখলেই হবে। পূর্বের কোন পোস্ট এডিট, ডিলিট করতে হলে ড্যাশবোর্ডের বাম দিকে Posts লেখা অংশে ক্লিক করতে হবে। postsএরপর নিচের ছবির মত পেইজ আসবে সেখান থেকে যে পোস্টটি এডিট করবেন তার উপরে মাউস নিলে নিচে অনেক অপশন আসবে। এখান থেকে edit এ ক্লিক করলে এডিট পেইজে নিয়ে যাবে সেখান থেকে উপরের বর্ননার মত এডিট করে পাব্লিশ দিলে এডিট হয়ে যাবে। আর Trash অপশনে ক্লিক করলে পোস্টটি ডিলিট হয়ে যাবে।
event
EVENT তৈরিঃ

সামনে কোন ইভেন্ট থাকলে সেটা আমাদের সাইটের ইভেন্ট অংশে যোগ করতে পারেন। সেজন্য পোস্ট করার মতই প্রথমে একেবারে উপরে new লেখা অংশে মাউস রেখে event অপশনে ক্লিক করতে হবে

event2

ক্লিক করার পর যে পেইজ আসবে তাতে আগের মত ইভেন্টের নাম এবং বিবরন লেখার পর ডান দিকে Tag অংশে সামঞ্জস্যপূর্ন ট্যাগ দিন।
event titleএবার স্ক্রল করে আরো নিচের দিকে গেলে Events Calender অংশের তথ্যগুলো পূরন করুন। ইভেন্টে যদি শুরুর সময় দেয়া থাকে, শেষের সময় দেয়া না থাকে সেক্ষেত্রে একটি আনুমানিক শেষের সময় দিন। ডান দিকের Featured Image অংশে ছবি দিন।(আগের মত)
details
এবার আরো স্ক্রল করে নিচে নেমে ইভেন্ট অর্গানাইজার এর নাম এবং ইভেন্টে অংশগ্রহনের খরচ লিখুন। খরচ বিনামূল্যে হলে ০ লিখুন এবং ডলার চিহ্নের পরিবর্তে ৳ বা Taka লিখেন স্ক্রল করে উপরে উঠে যান এবং পোস্ট পাবলিশ এর মত ইভেন্ট পাবলিশ করতে publish বাটনে ক্লিক করুন। যে পেইজ আসবে তার view লেখাতে ক্লিক করে সব ঠিক আছে কিনা দেখে নিন।

cost

ডক্টরস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

“Global Health Festival, 2014”

Sat Jun 14 , 2014
বাংলাদেশে প্রথম বারের মতো স্বাস্থ্য-বিষয়ক এই উৎসব আয়োজন করেছে যৌথ ভাবে Department of Public Health, AIUB এবং Debate & Quiz Society-Sir Salimullah Medical College (DQS-SSMC). AIUB এর ১ নম্বর ক্যাম্পাসে দুই দিন ব্যাপী উৎসবের সূচনা হল আজ শুক্রবার। DQS-SSMC সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানেন যে মেডিকেল ছাত্র-ছাত্রী দের দ্বারাও […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo