বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদসংখ্যা ০১ টি বাড়িয়ে ০২ টি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব খান মোঃ হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭.০২.২০২৪ তারিখে ০৫,০০,০০০০.১৫৯.২৫.০২২.০৭ (অংশ-১)-৪৫ নং স্মারকে প্রণয়নকৃত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে চিকিৎসকের পদ সৃজনের জন্য জনবলের স্ট্যান্ডার্ড সেট আপ, ২০২৪ সংশোধনপূর্বক সহকারী ডেন্টাল সার্জন এর পদসংখ্যা ০১টি হতে বৃদ্ধিপূর্বক ০২টিতে উন্নীত করা হলো।”
প্ল্যাটফর্ম/