যেভাবে বিনামূল্যে হবেন ACP এর স্টুডেন্ট মেম্বার MACP (Student)

অ্যামেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস (ACP) এর স্টুডেন্ট মেম্বারশীপ যেটাকে MACP (Student) বলে, পাওয়া যায় বিনামূল্যে। মেম্বার হিসাবে ACP এর সাইটে লগইন করে CME মড্যুলের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্সে ইনরোল করা যায় । এছাড়া ইমেইলে বিনামূল্যে ACP এর নিউজলেটার পাওয়া যাবে ।

বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজ এখনো লিস্টেড নয়। মোটামুটি সরকারী সব মেডিকেল এবং সুপারস্পেশিয়ালাইজড প্রতিস্ঠানগুলো থেকে নিবন্ধন করা যাবে।

1. প্রথমে এই লিংকে প্রবেশ করুন। নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফর্ম পাবেন।

উপরের লিংকে সমস্যা হলে প্রথমে http://www.acponline.org/membership/join/students/ এ যান এরপর

If you are New to ACP, begin the Student membership application process এ ক্লিক করুন।

1

২. ফর্মটি ঠিকমত পূরণ করুন এবং Register বাটন চাপুন।

2

3. সবকিছু ঠিক থাকলে রেজিস্ট্রেশন হবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চাবে নিচের ছবির মত। সবকিছু ঠিকমত পূরণ করে I agree তে ক্লিক করে Continue করুন।

3

4.  পরের পেজে নিচের ছবির মত আসবে এখানেও Continue করুন।

5

5. পরের পেজে বিল সংক্রান্ত তথ্য আসবে। যেহেতু স্টুডেন্ট মেম্বারশীপের খরচ নেই তাই 0$ দেখাবে। এখানে Checkout এ ক্লিক করবেন।

6

 

6. পরের পেজে নিচের মত ছবি আসবে। এখানে Process My Order এ ক্লিক করবেন।

7

7. সবকিছু ঠিত থাকলে আপনার কাজ শেষ এবং নিচের ছবির মত Congratulation পেজ পাবেন।

 

8

8. এবার আপনার ইমেইল চেক করুন। ইমেইলে কাস্টমার আইডি পাবেন নিচের মত-

9

 

ভবিষ্যতে রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনে কিভাবে করতে হয় সেটা জানাব। কোন সমস্যা হলে জানাবেন।

—তানজিল।

প্ল্যাটফর্ম ওয়েব

48 thoughts on “যেভাবে বিনামূল্যে হবেন ACP এর স্টুডেন্ট মেম্বার MACP (Student)

  1. Elias Rahman: আপনার নামের সামনে Jr. Sn ইত্যাদি বংশগত উপাধী থাকলে বসাবেন, না থাকলে বসানোর প্রয়োজন নাই 🙂

  2. Tonmoy Shekhor Biswas ঠিক বলেছে। কেউ রেজিস্ট্রশন করে প্রেসক্রিপশন প্যাডে আবার MACP বসাইয়েন না :-P, জাস্ট ভাব নেবার জন্য Student Membem, American College of Physician পর্যন্ত টলােরবল :-)…

  3. মেডিকেল স্টুডেন্টরা কি নিবন্ধন করতে পারবে? suffix, prefix, credentials এ সেক্ষেত্রে কি লিখতে হবে?

  4. এখানে কিন্তু সব মেডিকেল কলেজের নাম নেই… এ ব্যাপারে কিছু করা যায়? @ তানজিল ভাই

  5. It is mainly for the medical students not for the doctors! It is a student thing……. doctors der Membership er jonno degree nite hobe sudu website e enroll kore MBBS er pase lekha jabe na!

  6. Hoque Mohammad Ridwan: এটা মেডিকেল স্টুডেন্টদের জন্যই। Suffix, Prefix. নামের বংশীয় পদবী। আপনার না থাকলে ফাকা রাখুন। 🙂

  7. Dr-Ankur Datta: না। বিদেশ থেকে পাওয়া যে ডিগ্রীগুলা নামের পাশে ব্যবহার করতে পারবেন সেগুলে হল- MD, MRCP, FRCS, MSc, Phd, Mphil, MPH এবং ডিপ্লোমা। একয়টার সবগুলো পরীক্ষা দিয়ে নিতে হবে। পরীক্ষা নেই এমন কিছুই ব্যবহার করতে পারবেন না।

  8. Marjuk Hira: ওদের অনলাইন পোর্টালে অ্যাক্সেস পাওয়া যায় আর নিউজলেটার পাওয়া যায়।

  9. Himel Biswas: ওদের মেইল করে দেখতে পার অ্যাড করা যায় কি না। ওরা ডিটেইলস বলবে। মেইলের রেসপন্স দেয় ওরা।

  10. সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ কেউ অতি উৎসাহী হয়ে ডলার খরচ করে ACP এর মেম্বারশীপ কিনতে যাইয়েন না। :-P.. যদি খরচ করতে অতিমাত্রায় আগ্রহী হন তবে হার্ভাডের CME কোর্সে এনরোল করুন। অন্তত বাসার দেয়ালে শোপিস হিসাবে ঝোলানোর জন্য সুন্দর একটা সার্টিফিকেট পাবেন (নিচে আমারটার ছবি দিলাম, এক্সট্রা ভাবের ইমো সহ!!)। 😛
    আর যারা নামের পাশে ডিগ্রী বসানোর শর্টকার্ট উপায় খুজছেন.. দয়াকরে এফসিপিএস পার্ট ১ এর প্রিপারেশন শুরু করেন, এটাই সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী। :-D.. যারা বিদেশে গিয়ে হামবড়া ডিগ্রী নেবেন ভাবছেন আগে চেক করুন ব্যাংকে ৮০ লক্ষ থেকে দেড় কোটি টাকা আছে কিনা। যারা স্কলারশীপ এর কথা ভাবছেন, ভেবে নেবেন Phd, MSc, MPH ননক্লিনিক্যাল বিষয়ে জন্য দেশের বাইরে গিয়ে এতখাটা ও অর্থের শ্রাধ্য করবেন কি না।.. সহজ ভাষায় বললাম। 🙂

  11. Imtiaz Hafiz Joy: MACP (USA), FRCP (UK), FACP (USA) সবগুলোই বাংলাদেশে নিষিদ্ধ ডিগ্রী (প্রেসক্রিপশন প্যাডে লেখার জন্য)। টাকা খরচ করে নিয়ে লাভ কি?? 🙂

  12. …আর যদি কেউ ফিউচারে ক্লিনিক্যাল সাইডে ক্যারিয়ার গড়তে না চেয়ে রিসার্চ ফিল্ডে যেতে আগ্রহী হয়? Tanzil Islam. ভাইয়া

  13. Tamanna Tanzin Puffin: MPH ফর পাবলিক হেল্থ সেক্টর, MPH+MD যদি WHO এর গ্রেড ৪,৫ লেভেলের মোটা বেতনের চাকরী করার ইচ্ছে থাকে। Msc, M.Phil, Phd শিক্ষকতা ও গবেষণার জন্য.. এগুলোই ননক্লিনিক্যাল সেক্টরের জন্য লাগে। 🙂

  14. Emdad Ullah Jony: http://cmeonline.med.harvard.edu/mycme_disclaimer.asp এ রেজিস্ট্রেশন করে লগইন করে কোস সিলেক্ট করে পেমেন্ট করুন। এরপর পড়ুন.. ওদের কোর্স আওয়ার ও স্টাডি ম্যাটেরিয়েল থাকবে ঘন্টা হিসাবে। পড়াশোনা শেষ হলে এক্সাম নেবে অনলাইনে MCQ হিসাবে। শুনতে জটিল মনে হইলেও এটা আসলে তরলবৎ … 🙂 এক্সাম শেষে সার্টিফিকেট মেইল করবে তবে ১-২ মাস পরে! এরপর নিজ দায়িত্বে প্রিন্ট করে বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখুন.. সেলফিও তুলতে পারেন পাশে দাড়িয়ে! 😛

  15. ”Medical School ”a listed mdcl clg chara ki onno kono medcl clg theke registrtn korte parbena? okhane lekha ache ”If your medical school is not in this list, please select “Other Medical School” kintu other medical school er option e toh dekhacchena ..

  16. Dr-Ankur Datta ভাই: আমি বিনে পয়সায় করেছিলাম ২০১২ সালে, তখন উন্নয়নশীল/অনুন্নত কিছু দেশের জন্য টিউশন ফি ফ্রি ছিল!… কোর্সের খরচ ২০ থেকে ৪০ ডলারের মত পড়ে কোর্স ভেদে।

  17. Step 5 এ চেকইন না করে ভুলে shopping এ ক্লিক করেছিলাম।এখন Step 6(process membership) এ যাওয়ার কোন অপশন পাচ্ছি না।এর কোন সমাধান আছে?

  18. Dr-Ankur Datta: না যায়না। এ ব্যাপারে উপরের কমেন্টে বিস্তারিত বলেছি, পড়ুন।

  19. Hasibur Rahman Ayon: নতুন ব্রাউজার দিয়ে নতুন ইমেইল দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করুন।

  20. Tonmoy Shekhor Biswas: BMDC নোটিশ জারির মাধ্যমে করেছে। একই সাথে অন্যন্য কোনো ধরণের ফোলোশীপ, চিহ্ন, প্রতীক, বর্ণনা বা উপস্থাপন যা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা হিসাবে রোগীরা ভুল করতে পারে সেসবও নিষিদ্ধ করা হয়েছে এবং জরিমানার বিধান রাখা হয়েছে। BMDC এর ওয়েবে নোটিশটা থাকতে পারে, পত্রিকাতেও ছাপানো হয়েছিল। শুধুমাত্র পরীক্ষা দিয়ে আর্জিত সার্টিফিকেট যেমন- MRCP, FRCS, MD, MSc, M.Phil, Phd এবং ডিপ্লোমা ব্যবহার করা যাবে। কোন কোন ডিগ্রী ব্যবহার করা যাবে তার পূর্ণ লিস্ট ভার্সিটি সহ দেয়া অাছে ওয়েবে। গ্রুপে আমি শেয়ার করেছিলাম, খুজলে পাবে।

  21. patient dekhar khetre hok ba na hok, BMDC un-certified emon onek degree ase, je gulo exam diye paite hoy…. ebong educational ability er purno bohiprokash….. segulo namer pashe use korar jonne bmdc er permission er proyojon nei. tader ekhtiyarer baire ogulo…..

    for example: MPH degree ta shudhu public versity and NIPSOM er ta BMDC er onumodito. kintu BRAC er MPH onek valo. AIUB & NSU er MPH is also good.
    BRAC, NSU, AIUB theke keu MPH korle se je kono private medical/dental e join korle assistant professor hoben. jodio degree gulo bmdc validated na.

    1. “এআইইউবি থেকে এমপিএইচ করে প্রাইভেট মেডিকেলের এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করা যাবে” এই ব্যাপারে তুমি শিওর কি? একটু বিস্তারিত বলবে।

  22. এখন আবার আরেক সমস্যা করতেছে।Last step এ Process my order এ ক্লিক করার পর বলছে An error has occured.Order payment is currently not available. 🙁

  23. Tonmoy Shekhor Biswas: বিএমডিসি আইনের ১৩ এর ১,২ এবং ৩ এ ব্যাপারে ডিটেইলস বলা অাছে। যদি কোন ডিগ্রী লিস্টেড না থাকে তবে আবেদন করতে হবে এবং বিএমডিসি বিবেচনা করবে সেটাকে অনুমোদন দেয়া যাবে কি না। “বিএমডিসির পারমিশনের প্রয়োজন নাই বা এখতিয়ারের বাইরে”- এমনটা বলা ঠিক হবেনা কারণ, সংবিধানগতভাবে এই ক্ষমতা বিএমডিসিেক দেয়া হয়েছে BMDC Act এর ম্যাধ্যমে সাথে এসকল বিষয়ে এখতিয়ার একচ্ছত্রভাবে বিএমডিসিকে দেয়া আছে। এমবিবিএস পাশ করলে ভার্সিট MBBS দেবে কিন্তু BMDC যদি আনুমোদন না দেয় তবে বাংলাদেশে প্রাকটিস করতে পারবেনা ওই MBBS থাকার পরেও। তাই প্রাকটিশনার হিসাবে কোনটা ব্যবহার করবে আর কোনটা নয় এক্ষেত্রে বিএমডিসিকে ইগনোর করবার উপায় নেই।

  24. আমি বলেছি প্রাক্টিসের ক্ষেত্রে বি,এম,ডি,সি র এখতিয়ার থাকাই সাভাবিক। কিন্তু কোন ডাক্তার যদি তার ডিগ্রি প্রাক্টিসে না ব্যবহার না করে তাহলে বি,এম,ডি,সি কেন কিছু বলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

Admission Notice For Diploma, MPhil. for July 2015, and MD/MS for Session March 2015

Sun Feb 1 , 2015
Breaking News: 1. BSMMU has published notice for Md in Forensic medicine, Diploma in relevant subject and MPhil,MMED etc course session starting from July 2015.Exam will be held on 13th march. 2. Ms/Md admission notice has been published by BSMMU for the session starting from March 2015.Admission process will be […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo