মঙ্গলবার, ২০ মে, ২০২৫
এবার ১০ম গ্রেড পেতে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (প্রশাসন-১ শাখা) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত এক চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদসমূহ ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে এ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ হতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বর্ণিত পদটি ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে মতামত প্রদান করেছে।
০২। বর্ণিতাবস্থায়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদসমূহ ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।”
প্ল্যাটফর্ম/এমইউএএস