মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
স্বাস্থ্যখাত পুনর্গঠনে ‘এ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’- গঠনে হুমকি হয়ে দাঁড়িয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা। সম্প্রতি এ নিয়ে কার্যক্রম চালু হলে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের ব্যানারে এক বিবৃতিতে এমন হুমকি দিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।
বিবৃতিতে বলা হয়েছে, “দেশের সকল ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ড গঠন সংক্রান্ত আন্দোলন ও দাপ্তরিক কার্যক্রম বিষয়ে বিভাজন নয়, একতা প্রয়োজন।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় “Allied Health Professional Board” গঠনের প্রক্রিয়া পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে, যা ডিপ্লোমা মেডিকেল শিক্ষা ও পেশার অস্তিত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই বোর্ড বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের স্বাতন্ত্র্য, মর্যাদা এবং ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন (BDMSA) সুস্পষ্টভাবে জানাচ্ছে- ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা কোনোভাবেই “Allied Health Professional Board মেনে নেবে না।
আমাদের একমাত্র দাবি-
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে State Medical Education Board of Bangladesh অথবা Diploma Medical Education Board of Bangladesh নামে পুনর্গঠন করতে হবে। এই মুহূর্তে বিভাজন নয়, ঐক্যই আমাদের অস্ত্র’। যে যেখানেই আছি, সবাইকে একই প্ল্যাটফর্মে এসে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। দেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের মর্যাদা রক্ষার এই সংগ্রাম শুধু একটি সংগঠনের নয়- এটি সমগ্র ছাত্রসমাজের, সমগ্র পেশাজীবী শিক্ষার্থীদের লড়াই।
এ্যালাইড হেলথ বোর্ড গঠনের সকল পাঁয়তারা রুখে দিতে হবে এখনই।”