রবিবার, ২৫ মে, ২০২৫
শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামানকে দ্রুত বদলির জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৫ মে) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল বাশার স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন করা হয়।

“ইন্টান ও ছাত্রদের দাবী অনুযায়ী ডাঃ কাজী মোঃ আসাদুজ্জামান (কোডনং- ১২১৬৬৯), প্যাথলজিষ্ট (মাইক্রোবায়োলজী), এর বদলী করন প্রসংগে” – প্রেরিত চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, সজীব বাড়ৈ, ক্লাস রোলনং-১১১, শিক্ষা বর্ষ- ২০১৮-২০১৯ গত ১৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখ আত্মহত্যার চেষ্টা করেন এরবং পরবর্তীতে ২৪/০৫/২০২৫ খ্রিঃ তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে মারা যান। এ বিষয় তার সহপাঠীগন অভিযোগ করেন, ডাঃ কাজী মোঃ আসাদুজ্জামান (কোডনং- ১২১৬৬৯), প্যাথলজিষ্ট (মাইক্রোবায়োলজী), তার টিউটোরিয়াল ক্লাসে শিক্ষার্থীদের সাথে বিরুপ আচরণ করতেন, যাতে তারা মানসিকভাবে বিপর্যস্থ হতো। অতএব তাদের দাবীর প্রেক্ষিতে তাকে অত্র প্রতিষ্ঠান থেকে দ্রুততম সময়ের বদলী করা ও সে যাতে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
প্ল্যাটফর্ম/এমইউএএস