বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
‘মেডিকেল অফিসার’ স্বীকৃতি ও চাকরিতে ১০ম গ্রেডের দাবি জানিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।

‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন-২০২৫ কর্তৃক প্রণীত প্রতিবেদনের অসংগতিপূর্ণ ভুল তথ্য উপস্থাপন আপত্তিকর প্রস্তাবনা বাতিল ও পুনঃ প্রতিবেদনে ডিএমএফ ডিগ্রীধারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্য খাতে অবদান উল্লেখপূর্বক সংস্কার প্রস্তাবনায় সংযোজনের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিও জানানো হয়েছে।
এছাড়াও বিএমডিসি থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সনদ প্রদান বহাল রাখা, প্রতিবেদনে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ইতিবাচকভাবে উপস্থাপন করাসহ নানান দাবি জানায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।
প্ল্যাটফর্ম/এমইউএএস