মেজর উইলিয়াম জন ভারজিন:ঢাকা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ

 

 

ডাঃ মেজর উইলিয়াম জন ভারজিন ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। এই মহৎপ্রাণ শল্যবিদ ১৯৪৬ সালের ১ জুলাই থেকে ১৯৪৭ সালের ১৯ জুলাই পর্যন্ত এই পদে অধিস্থিত থাকেন। ডাঃ ভারজিন ১৯৮৬ সালে ঢাকা মেডিকেল কলেজের ৪০ বছরপূর্তি অনুষ্ঠানে স্মৃতিচারণের এক পর্যায়ে বলেন যে ঢাকা মেডিকেল কলেজ স্থাপনের আলোচনা সেরে তৎকালীন ভারতবর্ষের রাজধানী দিল্লী থেকে ফেরার পথে ট্রেনে ডাঃ ভারজিন এবং সেই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের মধ্যে আলাপচারিতায় রমেশ চন্দ্র বলেন, ‘মেডিকেল কলেজের জন্য যদি আমার নিজের বাড়ি ছেড়ে দিতে হয় তাও ঢাকায় মেডিকেল কলেজ হবে।’

পরবর্তীতে দেশবিভাগের পর ইন্ডিয়ান সিভিল সার্ভিসে থেকে যাবার মানসে তিনি ঢাকা ত্যাগ করেন। শেষ জীবনে তিনি কানাডার অন্টারিওতে বসবাস করতেন। সম্প্রতি তিনি মৃত্যুবরন করেছেন।

ডা ভারজিনের স্মৃতি রক্ষার্থে কলেজ ভবন থেকে হাসপাতাল যাবার মধ্যবর্তী ছাউনিঘেরা করিডোরটির নামকরণ করা হয়েছে ‘ভারজিন’স করিডোর’।

সূত্রঃ উইকিপিডিয়া

লেখকঃ রজত দাশগুপ্ত

rajat

Next Post

এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

Sun Jul 5 , 2015
‘চিকিৎসকদের অনৈতিকতা-কঠোর ব্যবস্থা নেয়া হোক’।আজকের কালের কন্ঠের সম্পাদকীয়। পত্রিকাটিতে চিকিৎসকদের নিয়ে আজ নিউজ চারটি।একটি সম্পাদকীয় বাকী গুলো নিউজ।তিনটি নিউজের একটি হচ্ছে ‘রাজশাহী মেডিক্যাল হাসপাতাল-সমস্যা হাত ভাংগার,পরীক্ষা কিডনির!(খিয়াল কইর্যা, আশ্চর্য বো্ধক চিহ্ন সহ)। আরেকটি নিউজ হচ্ছে এরকম,ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ-শিক্ষকের মৃত্যু রামপুরায় বিক্ষোভ। একই দিনে চারটি নিউজ!একই পত্রিকায়।চিকিৎসক হিসেবে পাতলা […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo