শনিবার, ০২ আগষ্ট, ২০২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনাকে আবারও ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শহরটি নির্ধারিত মানদণ্ডে ৮০ পয়েন্ট পেয়ে এই সম্মাননা অর্জন করেছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।
গত বৃহস্পতিবার (৩১শে জুলাই, ২০২৫) আয়োজিত এক অনুষ্ঠানে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে এই স্বীকৃতির সনদ গ্রহণ করেন।
এই অর্জন প্রসঙ্গে প্রিন্স সালমান বলেন, “মদিনার এই নবায়নকৃত স্বীকৃতি প্রমাণ করে যে, সৌদি আরবের নেতৃত্ব দেশের নগর কেন্দ্রগুলোতে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কতটা নিবেদিত।”
তিনি আরও বলেন, সৌদির ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলোর সাথে সঙ্গতি রেখে মদিনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সম্মাননা পেতে একটি শহরকে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পার্ক ও হাঁটার জায়গা তৈরি করা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা প্রচার করাসহ মোট ৮০টি শর্ত।