ভুয়া ডাক্তার গ্রেফতার

লিখেছেন  Jahid Hasan
কুমিল্লার তিতাস উপজেলায়আসমানিয়া মুক্তি হাসপাতালে ১লক্ষ২০ হাজার টাকা মাসিকবেতনভুক্তভূয়া মহিলা ডাক্তারকে গ্রেফতারকরার পর থেকে বিভিন্নচাঞ্চল্যকর তথ্য বের হয়েছে।এক বছরের জেল প্রাপ্তভূয়া মহিলা ডাক্তার শাহনাজআক্তার মুন্নীকে গতকালজেলখানা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ভর্তি করলে সেখানে কর্তব্যরতচিকিৎসকদের মধ্যে কৌতুহলসৃষ্টি হয়।তারা তার বাম হাতে বেন্ডেজকেনজানতে চাইলে সে প্রথমে বলে আগুনে পুড়ে গেছে।পরে বেন্ডেজ খুলে দেখাযায়, সেখানে চামড়ায় ক্ষতহয়ে আছে এবং অসংখ্য ইনজেকশনেরসুইয়ের ঘাঁই।চিকিৎসকদের অনেক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সত্যি কথা জানানযে তিনি (ভূয়া মহিলা ডাক্তার)দীর্ঘদিন যাবৎ প্যাথিডিন আসক্ত। প্রতিদিন৮টি করে মাসে ২৪০টি প্যাথিডিন ইনজেকশন দিত । এতে করে তারহাতে ক্ষত হয়ে পঁচন লেগেছে।সে অকপটে স্বীকার করে, সে মূলতনার্সও নয় বলে জানায়, নার্সদেরসাথে আয়ার কাজ করেছে।অথচ এই মাদকাসক্তআয়া কুমিল্লার মত সচেতন জেলায়একটি নান্দনিক অট্টালিকারহাসপাতালের প্রধান ডাক্তার‘আবাসিক মেডিকেল অফিসার’ হিসেবে মাসিক ১ লক্ষ ২০ হাজারটাকা বেতনে চাকুরি নিয়ে গর্ভবতী মহিলাদেরএক বছর ধরে সিজারিয়ান অপারেশনকরেছে।তিনি (ভূয়া মহিলা ডাক্তার)আরো জানান, আসমানিয়া মুক্তি হাসপাতালে এখনো গোপনে রাতে এসে আরেকভূয়া ডাক্তারপিসি সাহা অপারেশন করে যায়। ওইভূয়া ডাক্তার পিসি সাহা ৮মশ্রেণি পাস, এক সময়ে ঢাকারক্যান্সার বিশেষজ্ঞ ডা.রোকসানা আনোয়ারেরচেম্বারে রোগীদের সিরিয়ালেরলিস্ট করত। অথচ সেই এখন মুরাদনগর, হোমনা, তিতাস, গোরীপুর এলাকায়বড় সার্জন হিসেবে পরিচিত।শুধু তাই নয় পিসি সাহা একাইঅপারেশনথিয়েটারে রোগীকে নিজেইঅজ্ঞান করে নিজেই অপারেশনকরে, তার কোনএনেসথেশিয়া বিশেষজ্ঞলাগে না এবং ওই হাসপাতালেরবর্ষা ও তাহমিনা নামে দুই বোনরয়েছে তারাও ডাক্তারীর কিছুইজানে না এবং প্রশিক্ষণবা লেখাপড়াও নাই অথচ এপ্রোনপরে বিশেষজ্ঞ ডাক্তারসেজে রোগীদের ঠকাচ্ছে।আমাদের স্বাস্থ্য ক্যাডারেরএকজন তাকে প্রথম চ্যালেঞ্জছুঁড়ে দিলে সে নিজেকে চট্টগ্রামমেডিকেলের স্টুডেন্টদাবি করে। এরপর ব্যাপারটা ৩৩তমবিসিএস স্বাস্থ্য ক্যাডারদেরফেসবুক গ্রুপে প্রকাশকরা হলে প্রথম এইভুয়া ডাক্তারকে সনাক্ত করা হয়।এরপর এডমিন ক্যাডারদেরসহযোগিতায় গত শনিবাররাতে ইউএনও সামিহা ফেরদৌসিরনেতৃত্বে অভিযান চালিয়ে এইভূয়া মহিলা ডাক্তারকে আটককরে এক বছরের জেল প্রদান করা হয়।ভুয়া মহিলা ডাক্তারসাদিয়া চৌধুরী সিম্মি’রঅরিজিনাল নাম শাহনাজ আক্তারমুন্নী তার বাড়ী মাদারীপরে।10719216_784836654910505_858637143_n

ডক্টরস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

Amitriptylin ইন্ডিকেশন এবং অন্যান্য

Fri Oct 10 , 2014
লেখকঃ রাজ্যহীন রাজপুত্র আজকের ড্রাগ “AMITRIPTYLIN” General Consideration : -এমিট্রিপটাইলিন (ট্রিপটিন নামে বেশী পরিচিত) বাজারে প্রচলিত বহুল ড্রাগসমুহের একটি । ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশী ব্যবহ্রত হয় ।এটি মূলত ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আবিষ্কৃত ড্রাগ হলেও এখন নিউ ড্রাগস আসার কারণে এটি ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ব্যবহ্রত হয় কম ।অন্যান্য অনেক ব্যবহারে এটি […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo