এফসিপিএস পার্ট ১ পরীক্ষায় উত্তীর্ণের হার ৮.৮ শতাংশ, একজন অর্বাচীন চিকিৎসকের কিছু প্রশ্ন!

বাংলাদেশের মেডিক্যাল শিক্ষার মান কি খারাপ?
এমবিবিএস পরীক্ষার পাশ যেখানে ৬০% এ সেখানে পোস্ট গ্র্যাজুয়েশনের অন্যতম মানদণ্ড এফসিপিএস পার্ট ওয়ানে পাশের হার এত কম কেন?
নাকি বাংলাদেশে এত বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন নেই(এ জন্য পার্ট ওয়ান/পার্ট টুতে পাশ করানো হয় না)। সেক্ষেত্রে পরীক্ষার আগে বলে দেয়া যেতে পারে যে এবছর কয়জনকে এলিজিবল করা হবে(বাইরের কিছু দেশে কয়টা পজিশন এভেইলেবল বলে দেয়া হয়)।
নাকি এখানে কোন ব্যবসা বা স্বার্থের দ্বন্দ্ব আছে?
যদি বিশেষজ্ঞ চিকিৎসক হবার মত যোগ্যতা নাই থাকে তবে এত বিপুল সংখ্যক মেডিক্যাল শিক্ষার্থী প্রতিবছর ভর্তির কি প্রয়োজন?
এত সংখ্যক চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাক্টিস করতে পারেন এরকম ব্যবস্থা কি কর্তৃপক্ষ(সকল) রেখেছেন কি?

এতগুলো মানুষের ব্যর্থতার/হতাশার/অযোগ্যতার দায় নেবেন কারা?
নির্বাচিত/বিবেচিত প্রার্থীদের শুভ কামনা।

FCPS (Part I) January ’17
1. Obst & Gynae: 1376 (90) > 06.686%
– Reproductive endocrine & Infertility: (02)
2. Medicine: 1153 (205) > 18.3%
– Cardiology: (02)
– Neurology: (01)
– Pulmonology: (01)
– Endocrinology & Metabolism: (02)
3. Surgery: 856 (21) > 02.69%
– Orthopaedic surgery: (01)
– Urology: (01)
4. Paediatrics: 480 (54) > 11.25%
5. Otolaryngology: 190 (01) > 0.526%
6. Opthalmology: 113 (05) > 04.425%
7. Anaesthesiology: 158 (14) > 08.86%
8. Radiology: 94 (03) > 03.191%
9. Dermatology & Venereology: 82 (01) > 01.22%
10. Radiotherapy: 60 Nil
11. Physical Medicine & Rehabilitation: 49 (13) > 26.531%
12. Microbiology: 18 (01) > 5.556%
13. Haematology: 17 (02) > 11.76%
14. Psychiatry: 15 (01) > 6.667%
15. Histopathology: 10 Nil
16. Biochemistry: 05 Nil
17. Transfusion medicine: 01 Nil
18. Family medicine: 01 Nil
19. Dentistry: 217 (09) > 4.147%
– Conservative Dentistry: 02
– Oral & Maxillo-facial surgery: 05
– Orthodontics & Dento-facial Orthopaedics: 01
– Prosthodontics: 01
Total: 4,895 (434) 8.866%
সর্বশেষ প্রাপ্ত ফলাফল, তথ্য সূত্র অনির্ধারিত।

ডক্টরস ডেস্ক

6 thoughts on “এফসিপিএস পার্ট ১ পরীক্ষায় উত্তীর্ণের হার ৮.৮ শতাংশ, একজন অর্বাচীন চিকিৎসকের কিছু প্রশ্ন!

  1. For Part-1, it is objective type examination and answer sheet read by computer, beside this pass mark is 70% with negative marking. Therefore, I think percentage is fine. Rather quality, we can argued with exam fees and process. Simply I can’t try first part for several time mainly for financial crisis- exam fee, three days lodging at Dhaka, transport and more. BCPS should consider these factors to find few potential candidates remain undiscovered.

  2. Pass rate of postgraduate courses should be searched and compared with asia and UK.
    Now in BD Who wiil be liable? Does BCPS has not any responsibility?
    High Schools & Colleges have a rule of punishing or being declared out of norms if very worse results in SSC & HSC. BCPS should not be exception as they can’t bypass the responsibilities of such results!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

নিখোঁজ চিকিৎসক সুমন সিকদারের লাশ মিলল ঢাকা মেডিকেল কলেজের মর্গে

Mon Jan 9 , 2017
গত ২ জানুয়ারী সোমবার বিকাল থেকে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, কমপ্লেক্সের নিখোঁজ ছিলেন চিকিৎসক সুমন সিকদার। এরপর বেশ কয়দিন তাকে খোঁজাখুঁজি করা হলেও কোথাও পাওয়া যায় নি। এরপর আজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাওয়া গেল  তার মৃতদেহ। সুমন সিকদার বিসিএস ক্যাডার ছিলেন এবং  এফসিপিএস প্রথম পর্বের পাঠও চুকিয়েছেন পাশাপাশি। তিনি খুলনা […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo