রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫
ইউএস-বাংলা মেডিকেল কলেজে রবিবার (০৭ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার পর হতে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে অনন্য অবদান রাখা সকল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতে আরও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় শিক্ষা সফরের বিশেষ ঘোষণা দেওয়া হয়।

এই সফরের মূল আকর্ষণ হিসেবে কৃতি শিক্ষার্থীরা মালয়েশিয়ার দুটি সুপরিচিত মেডিকেল বিশ্ববিদ্যালয় Management and Science University (MSU) এবং University Teknologi MARA (UiTM)- তে একাডেমিক ভিজিট করার সুযোগ পাবে। সেখনে তাদের শিক্ষাদান পদ্ধতি, কারিকুলাম, আধুনিক ল্যাবরেটরি, গবেষণা কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা নিবিড়ভাবে সরাসরি পর্যবেক্ষণ করানো হবে। পাশাপাশি ইউএস-বাংলা মেডিকেল কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীরা বিশেষ দুই সপ্তাহের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে পারবে, যা তাদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইউএস-বাংলা মেডিকেল কলেজের গর্ভনিং বডির মাননীয় চেয়ারম্যান ডা. মাহবুব আলী প্রধান অতিথি এবং অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আজিজুল ইসলাম (অবঃ) সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ডা. মোঃ এনায়েত করিম – উপাধ্যক্ষ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ; মেজর ডাঃ এ কে এম মাহবুবুল হক (অবঃ) – পরিচালক, ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক বিগ্রে. জেনা. ডাঃ মোঃ আবদুল মতিন (অবঃ) – বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ; অধ্যাপক ডাঃ স্বপ্না ভট্টাচার্য – বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ; অধ্যাপক ডা. আবিদা আহমেদ – ফিজিওলজি বিভাগ, অধ্যাপক ডা. রওশন আরা খানম – বিভাগীয় প্রধান, গাইনি এন্ড অবস. বিভাগ; অধ্যাপক ডাঃ ব্রিগে: জেনারেল মাহবুবা সুলতানা (অবঃ) – বিভাগীয় প্রধান, শিশু বিভাগ।
