মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন দুই চিকিৎসকসহ ব্রিটিশ মেডিকেল টিম।

আজ মঙ্গলবার চিকিৎসকদ্বয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তারা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত নিটোরে চিকিৎসা দেবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সাহায্যের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইউকে ইমার্জেন্সি মেডিকেল টিম (ইএমটি) ঢাকায় এসেছে। মেডিক্যাল টিমে অর্থোপেডিক সার্জন, ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন।
নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, “যুক্তরাজ্য থেকে আসা দুইজন চিকিৎসক আন্দোলনে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪ থেকে ১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল তারা বিস্তারিত প্রতিবেদন দিবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকেরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন।”
এ দলের ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী সংঘাত-আক্রান্ত এলাকায় রোগীদের চিকিৎসার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

