সোমবার, ১২ মে, ২০২৫
বিশেষ আইনের মাধ্যমে তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার সহায়তায় আমরা স্পেশাল আইন বলে তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করছি। এর পরবর্তীতে আরো দুই হাজার নিব, এর পরবর্তীতে আরো দুইহাজার, মোট সাত হাজার ডাক্তার আমরা নিব।’
চিকিৎসকদের পদোন্নতির বিষয়ে নূরজাহান বেগম বলেন, ‘প্রমোশনের কথা যদি বলি, যে যেই পোস্টে ঢুকেছে সেই পোস্ট থেকে বিদায় নিয়ে গেছে। এটা অত্যন্ত কষ্টের একটা বিষয়! আমাদের প্রধান উপদেষ্টার সক্রিয় প্রচেষ্টায় আমরা এবার ৭ হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি করে প্রমোশন দেয়ার ব্যবস্থা করছি।’
যন্ত্রপাতি ও ওষুধের সরবরাহে ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘যন্ত্রপাতির পাশাপাশি আছে ওষুধের ঘাটতি। যে পরিমাণ ওষুধ আমাদের আপনাদের কাছে পৌঁছানোর কথা সেই পরিমাণ ওষুধ আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারি নাই।’
সিভিল সার্জন সম্মেলনে সিভিল সার্জনদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার মূল হাতিয়ার বা মূল কান্ডারী সিভিল সার্জনরা। কাজে সিভিল সার্জনদের উপরে অনেক রকমের দায়িত্ব! সে দায়িত্বগুলো আমরা আপনাদের উপর চাপিয়ে দিয়েছি একের পর এক। কিন্তু এই দায়িত্বের পাশাপাশি যা যা অস্ত্র দেয়ার কথা ছিল সেগুলো আমরা দিতে পারি নাই। কারণ আমাদের সমস্যাও কিন্তু অনেক।’
প্ল্যাটফর্ম/এমইউএএস