January 10, 2017 11:47 am
প্রকাশকঃ Ishrat Jahan Mouri
ডাঃ আন্নি নতুনা দেওয়ান কথা ওমানে স্বামীসহ একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। এই মুহূর্তে খবর পাওয়া পর্যন্ত,তার স্বামী আশংকামুক্ত কিন্তু ডাঃ আন্নির অবস্থা খুবই গুরুতর এবং তিনি কোমায় চলে গেছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ২৯ শে ডিসেম্বর, ২০১৬ তে।
ডাঃ আন্নি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্রী ছিলেন । ওমানে তিনি স্বামীসহ সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
ওমানে গত ২৯ শে ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর হয়ে তিনি কোমায় চলে গেছেন সাথে মাল্টিপল রিব ফ্র্যাকচার, লাম্বার স্পপাইন ফ্র্যাকচার এবং মাল্টিপল পেলভিস ফ্র্যাকচার হয়ে তিনি ওমানের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ।
ডাঃ আন্নি সকলের দোয়াপ্রার্থী। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসতে পারেন ।
পাঠকদের মন্তব্যঃ ( 1)
আরও খবর
Advertisement
Advertisement
Advertisement
Praying her early recovery.