‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ কুষ্টিয়া’ অয়োজিত ঈদ পূনর্মিলনী ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আমিনুল হক রতন ( আহবায়ক- স্বাচিপ,সাধারন সম্পাদক বি,এম,এ -কুষ্টিয়া জেলা শাখা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: রবিউল হক খান( স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ) ; ডাঃজয়ন্ত কুমার প্রমানিক (সহকারী অধ্যাপক,ওরাল এ্যান্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি, কুস্টিয়া মেডিক্যাল কলেজ)ও ডা: শাফায়ত মোহাম্মদ শান্তনু সেন্ট্রাল কাউন্সিলর বি,এম,এ)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিগত আহবায়ক কমিটির প্রাধান আহবায়ক ডা:আঞ্জিম মাকসুদ সহ কমিটির উপদেষ্টা পরিষদ,কমিটি মেম্বার সহ কুষ্টিয়ার বিভিন্ন জায়গা থেকে চান্সপ্রাপ্ত মেডিকেল শিক্ষার্থী।
উক্ত অনুষ্ঠানে নব্য পাশকৃত ডাক্তার এবং নবাগত ছাত্র ছাত্রীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মুহাইমিনুর রহমান এবং সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ চঞ্চল মাহমুদ।