সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
স্ট্রোকের জন্য ঐক্যবদ্ধ হওয়া—এ স্লোগান নিয়ে রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত আন্তর্জাতিক স্ট্রোক কনফারেন্স স্কুল-কলেজের পাঠ্যক্রমে স্ট্রোক বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এ কনফারেন্স স্ট্রোক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, স্ট্রোক প্রতিরোধ, তথ্য বিনিময়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও স্ট্রোকের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিরাট ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

বিএমইউর নিউরোলজি বিভাগের উদ্যোগে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ম. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার নজরুল ইসলাম, এনআইএনএসএন্ডএইচের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ, বিএইচআরইউটির পরিচালক (মেডিক্যাল এডুকেশন) অধ্যাপক গিডিওন মালওয়া। স্বাগত বক্তা ছিলেন নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বাহাদুর আলী মিয়া।
কনফারেন্স উপলক্ষে ‘জরুরি স্ট্রোক কেয়ারের রূপান্তর ও বিএমইউতে পরবর্তী প্রজন্মের নিউরোইন্টারভেনশন সেবার বিকাশ’ শীর্ষক বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করা হয়।
এতে বিশেষজ্ঞরা স্ট্রোক এখনো বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, অথচ এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য।
প্ল্যাটফর্ম/
