শনিবার, ০৩ মে, ২০২৫
চিকিৎসক সংকট নিরসনে চলমান তিনটি বিসিএসে (৪৪,৪৫ ও ৪৬ তম) উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের বিকল্প উপায়ে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন।
শনিবার (৩ মে) বিকাল ৪টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বটতলায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চিকিৎসক পরিষদ এ দাবি জানিয়েছে।
সংগঠনটির চারটি দাবি হলো—
১. সুপারিশের জন্যে অপেক্ষমান ৪৪তম, মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৫তম এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৬তম বিসিএসের চিকিৎসক প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দিতে হবে।
২. চলমান বিসিএস থেকে দ্রুততম সময়ে বিকল্প নিয়োগ সম্পন্ন করে অনতিবিলম্বে বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। সরকার ঘোষিত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
৩. বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএসের প্রজ্ঞাপনেই চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।
৪. বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি করতে হবে।
প্ল্যাটফর্ম/