শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন-২০২৫। সকল প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত জারি হতে পারে অধ্যাদেশ।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এ আইনানুসারে স্বাস্থ্যকর্মীর উপর হামলার শাস্তি হতে পারে অনূর্ধ্ব ৫ বছরের কারাদণ্ড বা ০৫ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দন্ড।
প্ল্যাটফর্ম প্রতিবেদকের হাতে আসা খসড়া কপি থেকে জানা গেছে, আইনের দ্বিতীয় অধ্যায় ‘অপরাধ ও দন্ড’ – এর স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ, আঘাত, হমকি ও সহিংসতা অংশে বলা হয়েছে
“(১) যদি কোনো ব্যক্তি কোনো স্বাস্থ্যকর্মীর উপর হামলা করে, আক্রমণ বা আঘাত করে, অথবা তাকে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে।
(২) উপধারা (১) এর অধীন অপরাধের জন্য কোনো ব্যক্তি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বছরের কারাদন্ড বা অনূর্ধ্ব ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত হবেন।
(৩) যদি এই ধরনের হামলা বা আক্রমণে স্বাস্থ্যকর্মী মারাত্মকভাবে আহত হন, তবে অপরাধী অনূর্ধ্ব ৭ (সাত) বছরের কারাদন্ড বা অনূর্ধ্ব ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত হবেন।”
প্ল্যাটফর্ম/