মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের হামলার শিকার হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। হামলার শিকার চিকিৎসকের নাম ইমতিয়াজ হোসেন অর্ক। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার পদে কর্মরত আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রবিবার (১১ মে) সন্ধ্যা ১৮৫২ ঘটিকায় ফরিদপুরের মধুখালির একতা ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টারের মূল ফটকে তাকে মারধর করছেন কয়েকজন। হামলাকারীদের মধ্যে একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও কয়েকজন লোকাল ডায়াগনস্টিক সেন্টারের দালাল। সেই সাথে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়।
প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় অন্য একটি ডায়াগনস্টিকে বসতে অপারগতা জানানোর পাশাপাশি মানহীন কোম্পানির ওষুধ লিখতে অপারগতা জানান হামলার শিকার চিকিৎসক। এর জের ধরেই তার উপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে হামলার শিকার চিকিৎসকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের ভাষ্য, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ছাড়া এমন হামলা রোধ করা সম্ভব হবে না। পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা।
প্ল্যাটফর্ম/এমইউএএস