রবিবার, ০৪ মে, ২০২৫
বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও এখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর দাখিল হয়নি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন। প্রতিবেদন চূড়ান্ত না হওয়ার বিষয়ে কমিশনের একাধিক সদস্য প্ল্যাটফর্মের কাছে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন।
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে গত বছরের ১৭ নভেম্বর ১২ সদস্যের স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা ছিল।
কিন্তু কমিশন কাজ শেষ করতে না পারায় সরকার সময় এক মাস বাড়িয়ে ৩১ মার্চ করে। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।এরপরেও স্বাস্থ্যখাত সংস্কার কমিশন নির্ধারিত সময়ের (৩১ মার্চ) মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারায় সরকারের কাছে আরও দুই সপ্তাহ সময় চেয়েছিল। সে হিসেবে গত ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা ছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র প্ল্যাটফর্মকে বলেছে, একাধিক বিষয় নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে মতবিরোধ নিষ্পত্তি না হওয়ায় এখনো কাজ শেষ করতে পারেনি স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।