মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যানেসথেসিয়া বিভাগের এক নারী চিকিৎসকের অভিযোগের পর নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে দিনাজপুর মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সানজীদা শরমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেলের নিউরো স্পাইন সার্জারির সহযোগী অধ্যাপক ডা মুহাম্মদ শামসুল ইসলাম খানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক জেনারেল/ ক্লিনিকাল নিউরো সার্জারি বিভাগের বিপরীতে পদায়ন করা হয়েছে। বদলির আদেশ জারির তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে অবমুক্ত হবেন। অবমুক্তির সময় তার বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।
চিঠিতে জনস্বার্থে এ আদেশ জারি করার কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল এই ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানের বিরুদ্ধে অশালীন ও অপমানজনক মন্তব্যের অভিযোগ এনে তার প্রতিবাদে দেড় ঘণ্টা রুটিন অপারেশন বন্ধ রাখেন অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের ফেজ-এ রেসিডেন্ট ডা. নুসরাত নওশিন নওরিন গত ১ নভেম্বর নিউরোসার্জারি বিভাগের ‘হোয়াইট ইউনিট’-এ যোগদানের পর ইউনিট প্রধান ডা. শামসুল ইসলাম খানের সঙ্গে দেখা করতে গেলে তিনি অ্যানেস্থেসিওলজি বিভাগ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের নিয়ে একের পর এক অশালীন, কুরুচিপূর্ণ ও অপমানজনক মন্তব্য করেন।
ঘটনার পরদিন সোমবার সকালে অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা একযোগে প্রতিবাদে অংশ নেন।
প্ল্যাটফর্ম/
