সোমবার, ০৫ মে, ২০২৫
কোর্স আউট প্রথা চালু সম্বলিত পরীক্ষা বিজ্ঞপ্তি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (০৫ মে) অনিবার্য কারণ দেখিয়ে বিএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্মারক নং-বিএমইউ/পনি:/কোর্স পরীক্ষা/জুলাই-২০২৫/৩০০, তারিখঃ০৩-০৫-২০২৫ইং মোতাবেক জুলাই-২০২৫ সেশনে বিএমইউ এবং অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা কোর্স পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি এবং স্মারক নং-বিএমইউ/পনি:/কোর্স পরীক্ষা/জুলাই-২০২৫/৩০১, তারিখঃ০৩-০৫-২০২৫ইং, মোতাবেক জুলাই-২০২৫ সেশনে অনুষ্ঠিতব্য এমডি/এমএস নন-রেসিডেন্সী কোর্স পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি দুইটি অনিবার্য কারণবশত: কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্থগিত করা হলো।’
বিজ্ঞপ্তি দুইটি পরবর্তীতে পুনরায় জারী করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে।
এর আগে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কোর্স আউট প্রথা পুনরায় চালু করল বিএমইউ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা আরম্ভ হয়।
প্ল্যাটফর্ম/এমইউএএস