বুধবার, ২১ মে, ২০২৫
৪৬ বিসিএসের লিখিত ও ৪৭ বিসিএসের প্রিলির সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। বুধবার (২১ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
‘৪৬তম বি.সি.এস. লিখিত পরীক্ষা এবং ৪৭তম বি.সি.এস এর প্রিলিমিনারি টেস্টের (MCQ) Type) পুন: নির্ধারিত সময়সূচি’– শীর্ষক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
৪৬তম বি.সি.এস. এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০১৫ তারিখ থেকে ০৩ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট ২০২৫ তারিখ থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, ৪৭তম বি.সি.এস. এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) পূর্ব নির্ধারিত ০৮ আগস্ট ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২/ পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোন ধরনের সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে, বলেও উল্লেখ করা হয়েছে।
প্ল্যাটফর্ম/এমইউএএস