Post Graduation in Dentistry : স্বপ্ন, বাস্তবতা ও প্রাসঙ্গিক কথা

 

[ File # csp11290114, License # 3018063 ] Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php) (c) Can Stock Photo Inc. / dencg

 

খুব শীঘ্রই বিডিএস এর  শেষ বর্ষের  প্রফেশনাল পরীক্ষা শেষ হতে যাচ্ছে । এছাড়া অনেকে সদ্য ইন্টার্নি শুরু করেছে কিংবা শেষ করে যারা পোস্ট গ্রেজুয়েশন ‘র চিন্তা ভাবনা করছেন তাদের জন্য লিখেছেন  দন্ত চিকিৎসক সারওয়ার বিল্পব ।

২০১৭ সালে এই মুহুতে দাঁড়িয়ে আমাদের বলার সময় এসেছে, BDS এর পর Post Graduation শুধু একটি সুন্দর স্বপ্নই নয়, বরং একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ারের অন্যতম পূবশর্ত।

 

 


যে সব ডিগ্রী আমাদের জন্য :

1. FCPS ( Fellow of College of Physicians & Surgeons)
2. MS ( Master of Surgery)
3. DDS ( Diploma in Dental Surgery) এবং
M.Phil ( প্রস্তাবিত)

 

 

যে সব বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করা যায় :

1. Oral & Maxillofacial Surgery ( FCPS, MS)
2. Conservative & Endodontics ( FCPS, MS)
3. Orthodontics ( FCPS, MS)
4. Prosthodontics ( FCPS, MS)
5. Pediatric Dentistry ( MS )
6. Dental Surgery ( DDS)

 

এছাড়া Basic Subject যেমন Oral Anatomy, Dental Pharmacology তে M. Phil চালু হওয়ার বিষয়টা সবোচ্চ নীতি নিধারকগনের বিবেচনাধীন রয়েছে, যেটা খুব শীঘ্রই চালু হবে, এমনটাই আশা সবার।

 

 

ডিগ্রী ভেদে সময়কাল :
FCPS – চার বছর ( Part -1 & Part – 2)
MS – পাচঁ বছর ( Phase – A & Phase – B)
DDS – দুই বছর

 

 

কোন পরীক্ষা কবে ?

FCPS – বছরে ২ বার, জানুয়ারি আর জুলাই মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হয় ৩ দিন ব্যাপী , BCPS ( Bangladesh College of Physicians & Surgeons) এই পরীক্ষার নিয়ন্ত্রক, পরীক্ষার কেন্দ্র – মহাখালী, ঢাকা। পরীক্ষার জন্য Form fillup করতে হয় নভেম্বর আর মে মাসে যথাক্রমে জানুয়ারি আর জুলাই সেশনের জন্য।

MS – বছরে ১ বার, নভেম্বর মাসের প্রথমার্ধ এ এই পরীক্ষা হয় ১ দিন ব্যাপী, BSMMU এই পরীক্ষার নিয়ন্ত্রক, কেন্দ্র – BUET. অক্টোবর মাসে Form fill করতে হয়।

DDS – বছরে ১ বার, মার্চ মাসে এই পরীক্ষা হয়, নিয়ন্ত্রক – BSMMU. ফেব্রুয়ারিতে Form fillup করতে হয়।

 

পরীক্ষার জন্য যোগ্যতা :

FCPS –
BDS পাশ করার পর ১ বছর / ১ বছর ইন্টার্ন শীপ করার পর এই পরীক্ষা দেয়া যাবে। লাগবে – BMDC Registration Number ( Permanent), 1 year Internship Completion Certificate আর BDS পাসের Certificate ( University প্রদত্ত)

MS –
BDS পাশ + ১ বছর ইন্টার্ন শীপ + ১ বছর গ্যাপ মানে BDS পাসের ২ বছর পর এই পরীক্ষা দেয়া যাবে। কেউ যদি ফেব্রুয়ারি ২০১৬ তে BDS পাস করে, তাহলে সে ২০১৮ তে নভেম্বর মাসে পরীক্ষা দিয়ে পারবে।

DDS –
MS এর মত।

 

 

পরীক্ষার পাস নম্বর আর সিট :
FCPS – ৩০০ মার্কের পরীক্ষায় 70% mark in 3 Papers. সিট Unlimited.
MS – ২০০ মার্কের পরীক্ষায় সিট থাকা সাপেক্ষে প্রতি বিষয়ে সবোচ্চ নম্বরধারী ৩- ৫ জন।
DDS – ১০০ মার্কের পরীক্ষায় সিট থাকা সাপেক্ষে ৫-৭ জন।

 

তার মানেই বুঝাই যাচ্ছে MS এবং DDS এর সিট সংখ্যা খুবই সীমিত, তাই প্রতিযোগিতা ব্যাপক।

FCPS এই দিক থেকে Unlimited সিট অফার করলেও প্রতি প্রেপারে ৭০% নম্বর পাওয়া মোটেও সহজসাধ্য নয়।

 

কি কি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে :

1. General Anatomy ( Mainly Head, Neck)
2. Oral Anatomy & Histology & Embryology
3. General Physiology
4. Oral Physiology
5. General Pathology
6. Microbiology ( Bacteriology & Virology mainly), Immunology.
7. Oral Pathology & Periodontology
8. Oral & Maxillofacial Surgery

এই বিষয় গুলো ছাড়াও অন্য বিষয় গুলো থেকেও প্রশ্ন আসে, কিন্তু তুলনামূলক ভাবে কম। তাই এই বিষয় গুলো জোর দিয়ে পড়তে হবে।

 

কি ভাবে পড়তে হবে :

পড়া শুরু করার আগে ভেবে নিন আপনি কি করতে যাচ্ছেন। হ্যা, আপনি Specialist হতে পড়া লেখা করতে যাচ্ছেন। সো সব পড়তে হবে। আবার বলছি, সব পড়তে হবে।
There is no shorcut way to Success.

গুরুত্বপূর্ণ বিষয় গুলো ভালো ভাবে পড়তে হবে। Basic Clear এর জন্য Text Book এর বিকল্প নেই। মনে রাখবেন, যেদিন আপনার Basic Clear হবে, ওইদিনই আপনি Post Graduation এ চান্স পাবেন। সেটা আজ হলে আজই, কাল হলে কাল কালই, ১ বছর পর হলে তাই।

কিছু করণীয় ::

যদি সত্যিই আপনি Post Graduate হতে চান, তাহলে ভালো ভাবে পড়াশুনা করুন শুরু থেকেই। কখনই চেম্বার, PGT আর পড়ালেখা একসাথে নয়।

 

 

Dr. Sarwer Biplob
Dr. Sarwer Biplob

সব সময় আপনাদের পাশেই আছে –

Pure Basic

fcps / ms admission preparation prog for Dentistry.
Dr. Sarwer Biplob
BDS ( CMC) ; FCPS ( part -2) ; MS resident 
Oral & Maxillofacial Surgery, BSMMU.
Contact :: 01771775944

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

একজন জীবন্ত কিংবদন্তিঃ ৯০ বছর বয়সেও যিনি অপারেশন করে যাচ্ছেন

Sat Mar 25 , 2017
প্রফেসর ডাঃ মির্জা মাজহারুল ইসলাম, একজন খ্যাতিমান শল্য চিকিতসক। ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থি। এই ৯০ বছর বয়সেও যিনি এখনো অপারেশন করছেন। ১৯২৭ সালের ১ জানুয়ারী টাঙ্গাইলের কালিহাতি উপজেলাউ জন্মগ্রহনকারী এই চিকিতসক তার কর্মজীবনে পেপটিক আলসার রোগের ভেগোটমি অ্যান্ড গ্যাস্ট্রো জেজুনস্টমি অপারেশন করেছেন প্রায় ২০ হাজার। পৃথিবীতে আর কোনো […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo