Medical Students Association of Noakhali (MSAN) এর আত্মপ্রকাশ

11221514_1028849047125524_1344907130093386323_n

নোয়াখালী অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং নোয়াখালীর বিভিন্ন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মত যাত্রা শুরু করলো একটি আঞ্চলিক মেডিকেল সংস্থা যার নাম ” Medical Students Association of Noakhali (MSAN)”। গত ১৬ জুলাই বৃহস্পতিবার মাইজদীর ক্যাফে ঝিল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ” Inauguration Ceremony & Grand Iftar” অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই সংস্থাটি।

বিকাল ৪.০০ ঘটিকায় পবিত্র কুরআন থেকে তিলাওয়ারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ জোবায়ের আনাম চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সাইফ উল্যা সুজন, ডাঃ দেবাংশু ভৌমিক মিথুন, ডাঃ মাহমুদুল হাসান ইমরান, ডাঃ মুন্নি প্রমুখ।

অনুষ্ঠানে MSAN এর গঠনের প্রেক্ষাপট, এর লক্ষ্য ও উদ্দেশ্য, ভিশন, কাজের ক্ষেত্র ইত্যাদি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের k-70 ব্যাচের শিক্ষার্থী এবং MSAN এর অন্যতম স্বপ্নদ্রষ্টা ইয়াসিন আরাফাত বিপুল। তিনি ২০৩০ সালের মধ্যে নোয়াখালী অঞ্চলের জন্য বেসরকারিভাবে স্বতন্ত্র স্বাস্থ্য বাজেট পেশ এবং Mutual Health Care নামক স্বপ্নের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ( যার ব্যবস্থাপনা, ডিসিপ্লিন, কেয়ার সিস্টেম হবে বেসরকারী আদলে কিন্তু কস্ট সিস্টেম হবে সরকারি হাসপাতাল থেকেও কম মূল্যের) গড়ার জন্য নোয়াখালীর সকল ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের একযোগে কাজ করার আহবান জানান।
তিনি MSAN কে ১) Academic wing ২) Research and survey wing ৩)Social service wing এই তিনটি বিভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করেন। Research and Survey wing এর অধীনে উপকূলীয় অঞ্চলের endemic disease এর উপর বিশেষ গবেষণার পাশাপাশি বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা প্রদানের তুলনামূলক চিত্রভিত্তিক আলোচনা সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষিতে তার সময়োপযোগী প্রয়োগের উপর গুরুত্ব দেন।

Academic wing এর অধীনে MSAN এর প্রত্যেক শিক্ষার্থীদের জন্য professional skill develop এবং behavioural motivation এর জন্য নিয়মিত clinical class এবং motivation class নেয়ার জন্য ডাক্তারদের সহযোগিতা কামনা করেন।

11745751_1028849190458843_1781801976815434157_n

Social Service wing এর মাধ্যমে medical camp, health awareness camp, anti-smoking camp, career seminar ইত্যাদি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের SS-42 ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনের উপস্থাপনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে “Scientific Aspect of Ramadan” শিরোনামে রমজানের মেডিকেলীয় গুরুত্ব উপস্থাপন করেন ডাঃ ইমরান। এছাড়া অনুষ্ঠানের ফাঁকেফাঁকে নোয়াখালী ভিত্তিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত হয় “জানবো নোয়াখালীকে” এবং
“সেরা নোয়াখাইল্লা” নামক দুটি ইভেন্ট।

এছাড়া অনুষ্টানে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৭৫ জন ডাক্তার এবং মেডুকেল শিক্ষার্থীদের অংশগ্রহনে “আমিই দেশপ্রেমিক” নামক ইভেন্ট অনুষ্ঠিত হয় যেখানে সবাই দেশের স্বাস্থ্যসেবার ইতিবাচক পরিবর্তনে ৩ টি করে লিখিত পরামর্শ দেন।

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মঞ্চায়িত নাটিকা, গান, কৌতুক অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ।

ইফতার এবং নামাজের বিরতির পর উপস্থিত সবাই নোয়াখালী অঞ্চলের স্বাস্থসেবার ইতিবাচক পরিবর্তনে সর্বাত্মক প্রচাষ্টা চালানোর শপথ নেন।

সংবাদঃ Yeasin Arafat Bipul, k70, DMC

ডক্টরস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ফেলল নাটক 'বন্ধুবৃত্ত'

Sat Jul 18 , 2015
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন ফেলেছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নাটক বন্ধুবৃত্ত। আগেই ইউটিউবে নাটক অনেকে দেখলেই চ্যানেল আই এর পর্দায় নাটকটি দেখে সবার মনে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন নিজের মতামত জানিয়ে। প্রশংসায় ভেসে যাচ্ছেন নাটকের কুশীলবরা। চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের কাছে নাটকটি ছিল আবেগের। […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo