# NEW5thYEAR # NEWBook
আপনি বই পড়ে না গাইড পড়ে পাস করবেন সেটি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার । কিন্তু যারা বই কিনতে চায় / সামর্থ্য আছে তাদের জন্যে নিচের বুক লিস্টটি হয়ত অনেক সাহায্য করবে ।
  A)  Medicine (  Paper -1)
  ————————
১। ডেডিডসন প্রিন্সিপ্যাল অফ মেডিসিন ২৩ এডিশন -must। ( অরিজিনাল/ কালার ফটোকপি) 
২। ABM আবদুল্লা স্যারের
– শর্ট কেস ( অরিজিনাল )
– লং কেস( ফটোকপি)  – দুইটা ই must।
৩। ম্যাকলিয়ডস ক্লিনিক্যাল মেডিসিন কালার ফটোকপি
৪ । ABM Abdulla স্যার এর
     –  ইসিজি
     –  রেডিওলজি  &  ইমেজিং
( অরিজিনাল/ ফটোকপি ) 
Medicine( Paper -2)
—————————
১। আবিদ হোসেন মোল্লা স্যারের পেডি ( must)
২। এম আর খান স্যারের পেডি  ( ফটোকপি )
  B ) Surgery (  Paper -1)
 ————————
১। বেইলি এন্ড লাভ 27th edition ( কালার ফটোকপি ) – must
২।
– নরম্যান ব্রাউজ ক্লিনিক্যাল
–  হ্যামিলটন বেইলী ক্লিনিক্যাল মেথড**
– S Das  A manual on clinical surgery  ( ফটোকপি ) – must
৩ । SRB ম্যানুয়াল অফ সার্জারী ( খুবই সুন্দর ও কার্যকর বই , কেউ ইচ্ছা করলে কিনতে পারে )
৪ ।  বেডসাইড ক্লিনিক ইন সার্জারী  by মাখনলাল
( শর্ট কেইস/ লংকেইস/  ইনস্ট্রুমেন্টস  বিস্তারিত আলোচনা করা আছে,  কেউ ইচ্ছা করলে কিনতে পারে )
৫। সিক্রেট সার্জারী
 ( লং কেস / শর্ট কেস এর জন্যে কার্যকরী বই । পরীক্ষার জন্যে সহায়ক । ) 
Surgery(  Paper -2)
————————–
A. Opthalmology: –
1) বসাক স্যার
              &
2)  সামসুল হক স্যারের  বই দুটো বেশি প্রচলিত।
*** তবে, আই এর ক্লাস লেকচারই সাধারনত বেশি গুরুত্বপূর্ন ।
B. ENT: – Dhingra স্যারের বই । ( কালার ফটোকপি)
Gynae &  obbs
—————————
১। দত্ত গাইনী এন্ড অবস ( কালার ফটোকপি) – must
২ । জেফকট গাইনী ।
৩ । নুরজাহান ভুইয়া ক্লিনিক্যাল –  must। 
  আর যেসব বই লাগবেঃ
………………………………….
 1.  OSPE  এক্সাম এর জন্যে একটা গাইড ।  (must)
2.  Short case & Long case  এর জন্যেও অনেক গাইড পাওয়া যায় ।  কেউ চাইলে কিনতেই পারেন ।
3.   ডা. রতীন মন্ডল স্যারের  দুইটা বই আছে একটা  History  taking আর একটা  পেশেন্ট  ম্যানেজমেন্ট  নিয়ে, দুইটা বই ই ক্লিনিকাল  নলেজ শার্প করতে অনেক অনেক হেল্পফুল হবে এবং বই দুটো বাংলাদেশের প্রেক্ষাপটে লিখা । কিনতে পারেন।
3. ইমাজেন্সি ম্যানেজমেন্ট এর ও বেশ কিছু বই পাওয়া যায় ইচ্ছে করলে কিনে নলেজ কিছুটা রিচ করা যায় পড়ে পড়ে। 
বিশেষ ঘোষনা : –
 গাইড বই/ সহায়ক বই নিয়ে প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোন প্রচারনা চালানো হয় না । এটি ব্যক্তিগত পছন্দে কেউ কিনবেন  সেটা আপনার সিনিয়র দের পরামর্শমত কিনবেন যদি কিনেন আর কি।
———–—————-
Announcement:  New 5th year +  1st year to 5th year এর  যেকোন  সমস্যা  একাডেমিক,  মানসিক, যেকোন সমস্যায় পরলে প্ল্যাটফর্মে just  একটা  ট্যাগ লাইন দিয়েভ পোস্ট দেয়ার অনুরোধ করা হচ্ছে । এখানে অনেক সিনিয়র , অনেক মেধাবীরা রয়েছেন  এবং প্ল্যাটফর্ম  এর ও একটা  ডেডিকেটেড  টিম রয়েছে যারা  আপনার পাশে দাড়ানোর জন্যে সর্বক্ষণ  প্রস্তুত ন
 তোমাদের যেকোন প্রয়োজনে সব সময় তাদেরকে পাশে পাবে ।
( পোস্ট এ বলতে হেসিটেইট  অনুভব  করলে প্ল্যাটফর্ম  পেইজ এ ইনবক্স  করতে পারেন, 100% সিকিউরড  থাকবে আপনার তথ্য।) 
শুভকামনা & হ্যাপি প্ল্যাটফর্মিং ।
লেখক-
প্লাটফর্ম এডমিন
ফেরদৌস রহমান
dcmc 2010-11
ফিচার রাইটার
 সম্পাদক
প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক
মোহাম্মাদ নাজমুল আবেদীন
শাহাবুদ্দীন মেডিকেল কলেজ
সেশন- ১৩-১৪


