AIUB তে পাবলিক হেলথ প্রফেশনালদের মিলনমেলা

প্ল্যাটফর্মিয়ানদের সক্রিয় অংশগ্রহণে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির MPH ডিপার্টমেন্টের আয়োজনে নভেম্বর ২৯-৩০ তারিখে অনুষ্ঠিত হল প্রথম পাবলিক হেলথ কনফারেন্স। সারাদেশ থেকে অজস্র পাবলিক হেলথ প্রফেশনালদের অংশগ্রহণে মুখরিত হল AIUB প্রাঙ্গণ। দুইদিন ব্যাপী এই কনফারেন্সের থিম ছিল ‘fostering your brain into action’.  কনফারেন্সের প্রথম দিন চীফ গেস্ট হিসেবে ছিলেন প্রফেসর ডা. এ কে আজাদ চৌধুরী, চেয়ারম্যান (স্টেট মিনিস্টার), গ্রান্ট কমিশন অফ বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা। শামসুল আলম, মেম্বার, প্ল্যানিং কমিশন অফ বাংলাদেশ। অংশগ্রহণকারী ইয়ং পাবলিক হেলথ প্রফেশনালরা ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। পাবলিক হেলথ ফিল্ডের চ্যালেঞ্জ এবং সাফল্য নিয়ে সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞবৃন্দ। দ্বিতীয় দিন শেষে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় এই সুবিশাল আসর। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে প্ল্যাটফর্মের সক্রিয় অংশগ্রহণ থাকবে আশা করা যায়।

ছবি কৃতজ্ঞতাঃ আবু হানিফ সাগর
10390911_403010203181983_6398271474656579772_n

ডক্টরস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

Gastroenterologists in Bangladesh

Mon Dec 8 , 2014
Gastroenterologists in Bangladesh Doctor’s Name: Professor Dr. Md. Anisur Rahman Qualification : MBBS, FCPS Trained in Therapeutic Endoscopy (Japan) Designation : Professor & Head, Department of Medicine & Gastroenterology Expertise : Gastro Intestinal, Liver & Pancreatic Disorder Organization: BIRDEM, Shahbagh, Dhaka Chamber: Liver Foundation of Bangladesh Visiting Hours: Location: 150, […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo