২০১২ সালে যাত্রা শুরু হওয়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট শেষ বর্ষ শিক্ষার্থী পর্যন্ত পরিপূর্ণতা লাভ করায় একটি বিশেষ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে ডেন্টাল ইউনিটের সকল শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি ২৯ ও ৩০ শে নভেম্বর এই দুইদিনব্যাপী উদযাপিত হয়।
ডেন্টাল ফেস্টিভ্যাল এর  প্রথমদিন  শুরু হয়ে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়জনের  মধ্য  দিয়ে।
সেমিনারের পরপরই ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা তৈরি ‘আনন্দ যাত্রা ‘ নামে একটি  দেয়ালপত্রিকা উদ্বোধন করা হয়  ।
 
 
একই দিনে একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং সেখানে অংশগ্রহন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা । এ সময় কলেজটির প্রিন্সিপাল মো: মনিরুজ্জামান ভূইয়া সহ ভাইস প্রিন্সিপাল, ইউনিট প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুরু হয়ে একটি আলোচনা সভার মধ্য দিয়ে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান হাবিবে মিল্লাত এম.পি,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সচিব আবুল কাশেম,বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি হুমায়ুন বুলবুল, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ইউনিট প্রধান সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে আয়োজন করা হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ।
সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা নিজেরা গান, নাচ পরিবেশন করার সুযোগ পান।
অনুষ্ঠানটির সব থেকে প্রধান আকর্ষণ ছিল  বিভিন্ন ব্যান্ডদল সহ  বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ডদল শিরোনামহীন,ভাইকিংস, ওল্ড স্কুল এবং বাংলাদেশের অন্যতম সংগীত শিল্পী তাহসানের  চমৎকার পরিবেশন।
তথ্যঃ শারমিন রহমান সীমান্ত, ৩য় বর্ষ, হলি ফ্যামিলী ডেন্টাল ইউনিট


