স্বপ্ন যখন রেসিডেন্সিঃ শেষ পর্ব – ” ট্রাম্প কার্ড”

সুপ্রিয় সহযোদ্ধা বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। রেসিডেন্সি/বিসিএস এর প্রিপারেশন বেশ জোরেশোরেই চলছে নিশ্চই। গত পোস্ট গুলোতে বিগত বছরে আসা প্রশ্নের টপিক গুলো দিয়েছিলাম। আজ এই সিরিজের শেষ পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো “স্লিপ প্যাড” টপিক গুলো, যা পূর্বের শেয়ার কৃত টপিকগুলো থেকে বাছাইকৃত কিছু অংশ। এই টপিকগুলো সম্পর্কে ২টি কথা-
১. এই টপিক গুলোর পড়া সহজে মনে থাকেনা,
২. এগুলো থেকে অসংখ্য বার প্রশ্ন এসেছে, ভবিষ্যতেও আসতেই থাকবে।

তাই এই টপিক গুলোর বিশেষ যত্ন নেয়া রেসিডেন্সিতে ভালো করার অন্যতম পূর্ব শর্ত। এগুলো পড়ার নিয়ম হচ্ছে –

* যখন যে চ্যাপ্টার পড়বেন, সেই চ্যাপ্টার সংশ্লিষ্ট স্লিপ প্যাড টপিক গুলো ভালো করে পড়ে আলাদা ভাবে নোট করে রাখবেন। সেই নোট খাতাটা আপনার ব্যাগে রেখে যখনই সময় পাবেন, ১ বার করে দেখে নিবেন। এভাবে বারবার রিভিশন দিলে পড়াগুলো যেমন আত্মস্থ হবে, তেমনি এগুলোর পিছনে আলাদা ভাবে কোনো সময় আপনাকে দিতে হচ্ছে না। 🙂

* পরীক্ষার শেষ সপ্তাহ টা আর কোনো প্রশ্ন পড়বেন না, শুধু পূর্বের আসা প্রশ্নের টপিক রিভিশন দিবেন। আর শেষ ২ দিন শুধু স্লিপ প্যাড টপিক গুলো যতবার পারেন, দেখবেন। এমনকি পরীক্ষার দিন সকালে যদি ১ ঘন্টাও সময় পান, স্লিপ প্যাড টপিক সমূহ ১ টা বার চোখ বুলিয়ে যাবেন, পরীক্ষার হলে এটা আপনাকে কতটুকু সহায়তা করবে, তা পরীক্ষা দিয়ে বের হবার পর ভালোভাবে অনুধাবিত হবে। 🙂

#MICROBIOLOGY:

* Classification of Bacteria according to- Gram staining, Motility, Oxygen dependancy & Habitat.
* Exo & Endotoxin secreting Bacteria & Exo Vs Endotoxin.
* S. aureus- Toxins & Diseases.
* Organisms causing- Invasive Diarrhoea, Food poisoning & Gas gangrene.
* Route of entry of different micro organosms.
* Classification of Virus.
* Name- Oncogenic, Teratogenic & CNS invading Virus.
* Examples- Live, Killed & Toxoid vaccines.
* Examples- Hypersensitivity reactions, Auto immuno & Immuno deficiency disorders.
* Cells of- Humoral & Cellular immunity, APC, Mononeuclear Phagocytic System.
* Classification of Parasites.
* Parasites causing Anaemia & Invasion of Lung.
* Classification of Fungus.

#PATHOLOGY :

* Examples- Metastatic & Dystrophic Calcification.
* Functions of Inflammatory mediators & Complements.
* Examples- Granulomatous inflammation.
* Causes- Raised PT, BT & CT.
* Causes- Hyper coagulability of blood & fates of Thrombus.
* Causes of DIC.
* Name of-
Benign & Malignant tumours, Locally malignant tumours, Malignant tumours of Infancy, Tumours diagnosed by Exfoliative cytology, Tumours metastasize to Bone, Premalignant conditions, Para neoplastic syndromes, Tumour markers, Hormone dependant & secreting tumours, Radio & Chemo Resistant+Sensitive tumours, Grading & Staging.

#PHYSIOLOGY:

* Causes of O2-Hb dissociation curve shifting to to Rt & Lf.
* Causes of increased & decreased HR.
* Causes of Vasodilation & Constriction.
* Name- Steroid & A.A hormones.
* Name of hormones act by-
Adenylyl cyclase/cAMP 2nd messanger system & Phospholypase C/ IP-3 system.
* Factors affecting Insulin & Glucagon secretion.
* Substance of tubular secretion & reabsorption with sites.
* Indications & Adverse effects of Blood transfusion.
* Name of excitatory & inhibitory Neurotransmitters.
* Effects of Sympathetic & Para sympathetic system on different organs of the body.
* Parts & functions of Extrapyramidal system.
* C/F of Cerebellar & Extrapyramidal lesion.
* Functions of- 5th, 7th & 9th Cranial nerves.

#BIOCHEMISTRY :

* Classification of CHO, Names- Reducing sugar & PUFA.
* Names & Composition of Lipo-proteins.
* Causes of raised- Creatinine phosphokinase, Lactate dehydroganase, Alkaline phosphatase.
* Names of Biochemical processes occurring in Cytosol & Mitochondria.
* Fates of Pyruvate & Acetyl CoA.
* Names of the Fat soluble & Anti-oxident Vitamins.
* Functions & deficiency features of Vitamin A & B12.

#GENETICS :

* Examples of- AD, AR & XR disorders.
* C/F- Down’s, Turner’s & Klinefelter’s syndrome.

#MEDICINE :

* Causes-
Haemoptysis, Respiratory failure with differences between type 1&2, Congenital heart disease, Hyper & Hypo- Kalaemia, Natraemia & Chloraemia, Respiratory & Metabolic Acidosis + Alkalosis, Erythema Nodosum, Bullae with skin menifestation of malignancy, Neonatal jaundice.
* Difference among the three types of Jaundice.
* UMNL Vs LMNL.
* Organisms of MMeningitis according to age groups.
* Difference among the three types of Meningitis.
* Effects of lobar lesion- all 4.

#ANATOMY:

* Derivatives of- Pharyngeal Arches, Pouches & Germ layers.
* Lining Epithelium of various parts of the body.
* Structures passing through the Major & Minor openings of the Diaphragm.
* C/F- Median, Ulnar & Radial nerve lesion.
* Sites & Vessels of Portosystemic anastomosis.
* Branches of External & Internal Carotid artery.
* B/S of different parts of the Brain.

#PHARMACOLOGY:

* Classification of Antibiotics.
* Adverse effects of Steroid.
* Names of Teratogenic drugs.
* Names of Enzyme inducers & inhibitors.
* Classification of Anti-asthmatics & Diuretics with adverse effects.
* Classification of- Anti Platelets, Anti depressents & Anti psychotics.
* Adverse effects of- Digoxin, TCAs, Anti psychotics.
* Actions of Morphine on body.

#SURGERY :

* Causes of P/R bleeding.
* Brain abscess.
* C/F of brain death.
* GOO.
* Acute scrotum.
* Hydrocele.

#GYNAE :

* Primary & Secondary Amenorrhoea, Menorrhagia.
* PCOS.
* Recurrent abortion.
* Physiological changes during pregnancy.
* Ovarian tumours.
* APH & PPH.

#ORTHOPAEDICS:

* Primary bone tumours.
* Bone metastasis.

#EYE:

* Orbital metastasis.
* Miotics & Midriatics.

#ENT:

*Complications of CSOM.

যেহেতু রেসিডেন্সি প্রিপারেশনের জন্য এটা লাস্ট পোস্ট, তাই পরীক্ষার হলে করনীয় সম্পর্কে একটু আলোচনা করতে চাই, যদিও এগুলো সবাই জানেন।

* প্রশ্ন ২০০ টি, স্টেম ৫ টি করে। কিন্তু সময় ১৮০ মিনিট। প্রতিটা প্রশ্নের জন্য কত সেকেন্ড বরাদ্দ, সে হিসাব করে প্রেশার না বাড়িয়ে প্রতি ৩০ মিনিটে ৩৫ টা করে দাগানোর চেষ্টা করবেন।

* প্রতিটি সঠিক স্টেমের জন্য ০.২ মার্ক, আর ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক ০.০৪। নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা মাথা থেকে সম্পূর্ণ রূপে ঝেড়ে ফেলুন, সবগুলো প্রশ্নের সবগুলো স্টেমই দাগিয়ে আসতে হবে। বেশিরভাগ প্রশ্নেরই ৩ টা ট্রু ২ টা ফলস/ ২ টা ট্রু ৩ টা ফলস থাকে। যদি কোন প্রশ্নে ১/২ টা ট্রু কনফার্ম পান, বাকিগুলোতে কনফিউজড থাকেন, তবে চোখ বন্ধ করে সেগুলো ফলস দাগান। আর ১/২ টা ফলস পেলে বাকিগুলো ট্রু। এখন, পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে যা হয়তো আগে কখনও শুনেনই নি! সেগুলো নিয়ে কোনো ভাবেই বসে না থেকে সব ট্রু/ সব ফলস দাগাবেন। কোনো অবস্থাতেই ধারনার উপর কিছু ট্রু আর কিছু ফলস দাগাবেন না দয়া করে, এটা আত্মঘাতী কাজ!

প্রস্তুতি চলতে থাকুক। মহান সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।

আপনাদের সকলের সাফল্যের কামনায়-

ডাঃ শায়খুল ইসলাম সুজা,
ময়মনসিংহ মেডিকেল কলেজ, ২০০৭-০৮
৩৫ তম বিসিএস (স্বাস্থ্য),
এমডি রেসিডেন্ট, পেডিয়াট্রিক্স, BSMMU.

drferdous

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

শল্যচিকিৎসার ইতিহাস

Wed Jul 26 , 2017
অপারেশন থিয়েটারে ঢুকে স্যার-ম্যাডামদের সার্জারি দেখে মুগ্ধ হয়নি, এমন মানুষ খুব কমই আছে! আবার সার্জারি প্লেসমেন্টের সময় সার্জন হতে চায়নি, এমন মানুষও হয়তো কমই আছে! বিশ্বের ধনী পেশাজীবীদের র‍্যাংকিং-এ আজ সার্জনরা সবচেয়ে উপরে। তবে সবসময় কিন্তু এমনটা ছিল না! সার্জারির ইতিহাস অনেকই বিশাল! আমি আজ শুধু এর ভূমিকাটুকু লিখছি। পর্যায়ক্রমে […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo