বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূর করতে শিক্ষকদের মূলবেতনের ৭০% হারে মাসিক প্রণোদনা ভাতা চালু করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৫.০৯.২০২৫ খ্রি. তারিখের ০৭,০০,০০০০.১৭৩,৫৫,০১০.১৩ (অংশ)-২৪২ স্মারকে মঞ্জুরকৃত দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানে ১০ (দশ) টি সাবজেক্টে (এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও এনেস্থেসিওলজি) পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূলবেতনের ৭০% হারে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা প্রদান করা হলো:
শর্তাবলিঃ
ক) সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন, সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠানে কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী বেসিক সাবজেক্টের শিক্ষকগণকে মাসিক প্রণোদনা ভাতা প্রদানের লক্ষ্যে তাঁদের নিকট হতে দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন নিতে হবে। সংশ্লিষ্ট সাবজেক্টের কোন শিক্ষক নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দিতে বার্থ হলে কিংবা প্র্যাকটিসিং-এর সাথে জড়িত মর্মে প্রমাণিত হলে তিনি উক্ত প্রণোদনা ভাতা প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না;
খ) চলতি ২০২৫-২০২৬ অর্থবছর হতে এই আর্থিক সুবিধা কার্যকর হবে;
গ) এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে;
ঘ) ৯ম জাতীয় বেতন স্কেলে এই ভাতার হার অপরিবর্তনীয় থাকবে; এবং
ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস
