বেসরকারী ৭৭ প্রতিষ্ঠান পেল অ্যান্টিজেন টেস্টের অনুমোদন, ফি ৭০০ টাকা

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই, ২০২১, শুক্রবার

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস শনাক্তে অনুমোদন পেলো মোট ৭৭ টি বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দিয়েছে।

গত ১৮ জুলাই (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সারাদেশের বেসরকারী মোট ৭৭ টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে কোভিড-১৯ শনাক্তে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে অনুমতিপ্রাপ্ত দেশের ৭৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নির্ধারিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে অ্যান্টিজেন টেস্টের এ অনুমোদন দেওয়া হয়েছে। শর্তাবলীগুলো হলো-

১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২. এন্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদপ্তরের (DHIS -2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।

৩. অনুমোদিত কীটসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).

৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষ ক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

৫. রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মোবাইল নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- [email protected]) এর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হলো। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।

৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।

অনুমোদন প্রাপ্ত প্রতিষ্টানসমূহ হলো-

১. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, প্লট নং-৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
২. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ২৬/৪, দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬।
৩. গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড, ৩২, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
৪. থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সেন্টার, (১২ তম ফ্লোর), কে-৯, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা- ১২১২।
৫. থাইরয়েড কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বাড়ি নং- ১০৬, রােড নং-০৭, মােহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
৬. ডেলটা হাসপাতাল লিমিটেড, ২৬/২, প্রিন্সিপাল আবুল কাসেম রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
৭. সানি ডায়াগনস্টিক মুগদা, ৪৫/১-এফ, নর্থ মুগদা, ঝিলপাড়, ঢাকা-১২১৪।
৮. ইউনাইটেড হসপিটাল লিমিটেড, প্লট-১৫, রোড-৭১, গুলশান, ঢাকা-১২১২।
৯. ফারাবী জেনারেল হাসপাতাল লি., হাউজ নং-৮/৩, রোড-১৪ (নিউ), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
১০. সি আর এল ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২), ১৫১/৭, ৩য় ফ্লোর, ৩/এ, গ্রীনরোড, ঢাকা – ১২০৫।
১১. নোভাস, ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লি., ১/১/বি, পরিবাগ, ঢাকা-১০০০।
১২. ওয়েসিস হসপিটাল, সোবহানিঘাট সিলেট ।
১৩. এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, ঢাকা।
১৪. হাইটেক মাল্টিকেয়ার হসপিটাল লি., ১৬৪, ইস্ট কাফরুল, ঢাকা-১২০৬।
১৫. শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লি., নিউ বিল্ডিং অফ শেভরন-হালিশহর শাখা, শান্তিবাগ, চট্টগ্রাম ।
১৬. আল-মানার হাসপাতাল লি., প্লট নং-৩, ব্লক নং- ই, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ।
১৭. ভিক্টোরিয়া হেলথ কেয়ার লি., কসমোপলিটন সেন্টার (২য় তলা) ২২/২ বার রোড, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭।
১৮. ডি এম এফ আর মল্যিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক বিডি লিমিটেড, নাভানা নিউবেরি প্লেস, ৪/১/এ, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
১৯. প্রাভা হেল্থ অ্যান্ড বাংলাদেশ লি., প্লট-৯, রোড-১৭, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।
২০. বায়েমেড ডায়াগনস্টিকস, নাভানা নিউবেরি প্লেস, ৮ম তলা, ৪/১/এ সোবহানবাগ, মিরপুর রােড, ঢাকা- ১২০৭।
২১. জাহান আরা ক্লিনিক লিমিটেড, হাউজ-২ অ্যান্ড ৪, রোড-১, সেক্টর-১, উত্তরা মেডিকেল টাউন, ঢাকা-১২৩০।
২২. আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ৮৭, পুরানা পল্টন লেন, পল্টন টাওযার, থার্ড ফ্লোর, ঢাকা- ১০০০।
২৩. আজগর আলী হসপিটাল, ১১১/১/এ, ডিসটিলিয়ারী রোড, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।
২৪. প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, হােসাফ টাওয়ার, ৪র্থ ফ্লোর, মালিবাগমোড়, ঢাকা।
২৫. ইব্রাহিম জেনারেল হাসপাতাল, কমার্সিয়াল প্লট নং- (২৭/২৮), মেইন রোড-১, সেকশন-৬, মিরপুর, ঢাকা-১২১৬।
২৬. ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হসপিটাল, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
২৭. শহীদ খালেক ইব্রাহিম জেলারেল হসপিটাল ৪/১, র‌্যানকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩।
২৮. মহিলা ও শিশু হাসপাতাল, প্লট নং- ৩০, সেক্টর-৮, হাসপাতাল রোড, উত্তরা, ঢাকা।
২৯. ফেমাস স্পেশালাইজড হসপিটাল, হাউজ-০৫, ব্লক-এইচ, মেইন রোড, মেরাদিয়া বাজার, বনশ্রী, ঢাকা।
৩০. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, হাউজ-৪৮, রোড-৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।
৩১. ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ১/১-সি, কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২১৬।
৩২. ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার,হাউজ-৬৮, জেল রোড, ঘোপ, যশোর।
৩৩. ইবনে সিনা ডি, ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, হাউজ-৫২, গরিব-ই- নেওয়াজ এভিনিউ , সেক্টর-১৩, উত্তরা, ঢাকা- ১২৩০।
৩৪. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, হাউজ-বি, জলেশ্বর, আরিচারোড, সাভার, ঢাকা- ১৩৪০।
৩৫. ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ, হাউজ ৪৭৯, ডি আই টি রোড, মালিবাগ, ঢাকা- ১২১৭।

Sarwar Sakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু পরিপাকতন্ত্র কনসালটেন্টের আকস্মিক মৃত্যু

Sat Jul 24 , 2021
প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুলাই, ২০২১, শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শেখ রাসেল গ‍্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউটের শিশু পরিপাকতন্ত্রের কনসালটেন্ট ডা. মো. শরীফ হাবিবুর রহমান (রাসেল) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২২ জুলাই, ২০২১, বৃহস্পতিবার তিনি রাত আনুমানিক সাড়ে দশটায় হৃদরোগে (ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফার্কশন) আক্রান্ত হয়ে ঢাকাস্থ নিজ […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo