বিনামূল্যে মুখের ক্যান্সারের চিকিৎসা পেলেন দরিদ্র রোগী : “Project BPL”

শেফালী বেগম, টাঙ্গাইলের এক গ্রামের দরিদ্র ভ্যানচালকের স্ত্রী, ৬ মাস যার মুখের ক্যান্সার ধরা পড়ে। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না।

তারপর গত ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে “Project BPL, একটি মানবিক আবেদন” এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে মুখের ক্যান্সারের চিকিৎসা পেলেন হতদরিদ্র শেফালী বেগম। আর এই মহৎ উদ্যোগের পেছনের মানুষ যিনি, তিনি হচ্ছেন ডাঃ বশির আহমেদ (এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস, ডিএলও)।

Project BPL এর নামকরণ করা হয়েছে এর উদ্দেশ্যের স্বার্থকতা বজায় রেখে। BPL এর অর্থ হচ্ছে Below Poverty Level, হতদরিদ্র রোগী যারা ক্যান্সারের চিকিৎসা করাতে সমর্থ নয়, তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান ডাঃ বশির আহমেদ তার নিজের সাধ্যের মধ্যে। এই বিষয়ে তার প্রথম ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হল –

“নাক কান গলা ও হেড নেক সার্জন হিসাবে কাজ করছি সুদীর্ঘ ১৫ বছর। অর্জন করেছি ডিএলও, এমসিপিএস এবং এফসিপিএস ডিগ্রি। অনেকগুলো বৈদেশিক প্রশিক্ষণও গ্রহন করেছি। সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারতের সবচেয়ে বড় হাসপাতাল “All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi” হতে দীর্ঘ ০১ বৎসরের Hands on Training, যার বদৌলতে করে যাচ্ছি অনেক জটিল রোগের অপারেশন। কিন্তু আমার চাকুরির সীমাবদ্ধতার কারনে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার সুযোগ হয়ে ওঠে নি। আর তাই মনে মনে তাড়না বোধ করছিলাম কিছু একটা করার জন্য। ঠিক তখনই জানতে পারি থাইল্যান্ডের Dr. Salvayeth Leakagul এর Rural ENT Foundation এর কার্যক্রম সম্পর্কে। তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ক্যম্প করে ১০,০০০ এরও বেশি কানের অপারেশন করেছেন, যা সারা বিশ্বে মানবতার সেবার অনন্য উদাহরণ।

আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর শতকরা ৭.৫ ভাগ মানুষ কানের প্রদাহ জনিত কারণে কানে কম শোনে। আর কানের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বিনা চিকিৎসায় ধীরে ধীরে শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে এবং মারাত্বক জটিলতার ঝুঁকি ও বেড়ে যাচ্ছে।
অন্যদিকে সকল ক্যান্সার রোগীর শতকরা ১৫ ভাগ রোগীই নাক কান গলা ও হেড নেক ক্যান্সার এ আক্রান্ত হয়, যার অধিকাংশ রোগীই অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার জন্য বিনাচিকিৎসায় মৃত্যু বরণ করে।

আর তাই পরিকল্পনা গ্রহণ করেছি একটি কার্যক্রম শুরু করার; যার নাম হবে – Project BPL(below poverty level)।

১। কি কার্যক্রম?
— প্রতি সপ্তাহে ১ টি কানের ও ১ টি নাক কান গলা ও হেড নেক ক্যানসার এর রোগীর বিনা পারিশ্রমিকে অপারেশন করবো।

২। কারা এর সুবিধা পাবেন?

— যাদের মাসিক আয় ১০০০০ টাকার কম
যেমন – দিনমজুর, রিকসাওয়ালা, গৃহকর্মী, ফেরিওয়ালা ইত্যাদি।

৩। কি সুবিধা পাবেন?

— আামি ব্যক্তিগত ভাবে অপারেশন সহ কোনো প্রকার ফি গ্রহণ করবো না। তবে যেহেতু সকল চিকিৎসা বেসরকারি হাসপাতালে করা হবে তাই হাসপাতাল খরচ রোগীকেই বহন করতে হবে যতদিন পর্যন্ত না কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে আসেন। হাসপাতালের খরচ কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হবে। সুহ্রদ অবেদনবিদ এবং অন্যান্য চিকিৎসক এগিয়ে আসলে চিকিৎসা ব্যয় আরো কমে যাবে।

৪। কিভাবে রোগী আসবে?

—- যে কোন ব্যক্তি রোগী পাঠাতে পারবেন তবে রোগীর আয়সীমা ১০০০০ এর কম তা সততার সাথে উল্লেখ করবেন।

হয়তোবা সাড়া পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তবুও চেষ্টা করে যাবো। চেষ্টা করবো হাল না ছাড়তে। হয়তো Dr. Salvayeth Leakagul এর মতো কখনো হবে না, তবু চেষ্টা তো করতে পারি।
প্রশংসা অনুপ্রেরণা যোগাবে, কটুক্তি মন খারাপ করবে আর আপনার পাঠানো রোগী এ কার্যক্রম কে এগিয়ে নিয়ে যাবে।
যোগাযোগঃ
মোবাইল- ০১৯৪৬৫৯৬২৫২ ”

এই উদ্যোগেরই অংশ হিসেবে শেফালী বেগম প্রথম চিকিৎসা পেলেন সম্পূর্ণ বিনামূল্যে। বিশেষ ধন্যবাদ যারা হাসপাতাল খরচ ও ঔষধের খরচ বহন করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবার ব্যাবস্থা করে দিয়েছেন। একইসাথে ধন্যবাদ অপারেশনের সাথে সংযুক্ত সকল সদস্যকে –
Dr Mir Mahmood (Anaesthesiologist)
Dr AKM Asaduzzaman ( surgeon)
Dr Md Bashir Ahmed ( surgeon)
Dr M Ahmed Hossain Robin ( OMF surgeon)
Harun (OTA)
Jomir(OTA)

স্টাফ রিপোর্টার: জামিল সিদ্দিকী

Platform

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

Fri Oct 18 , 2019
গত ১১-১০-২০১৯ তারিখে অনুষ্ঠিত ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১৫-১০-২০২০ তারিখে। এতে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে সর্বমোট ৪০৬৮ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়। আগামী ২১-১০-২০১৯ তারিখ হতে ৩১-১০-২০১৯ তারিখ পর্যন্ত নির্বাচিত ছাত্রছাত্রীগণ স্ব স্ব মেডিকেল কলেজে অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এছাড়াও […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo