বিএমডিসি’র ওয়েবসাইটে ডাক্তারদের তথ্য

বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) এর ওয়েবসাইটের আধুনিকায়ন করা হয়েছে। ওয়েবসাইটে যে কোন ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর লিখে সার্চ দিলেই তার ছবি, নামসহ বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আপাতত ১-৬০,০০০ পর্যন্ত রেজিস্ট্রেশনধারী চিকিৎসকদের তথ্য পাওয়া গেলেও খুব শীঘ্রই সকল রেজিস্ট্রেশন নম্বরধারী চিকিৎসকের তথ্য সেখানে পাওয়া যাবে। দেরীতে হলেও বিএমডিসি’র এরকম উদ্যোগ প্রশংসনীয়।
লিংকঃ http://bmdc.org.bd/doctors-info/

ফারহান রিজভী

8 thoughts on “বিএমডিসি’র ওয়েবসাইটে ডাক্তারদের তথ্য

    1. এ ব্যাপারে বিএমডিসি-তে যোগাযোগ করতে হবে।

  1. great . eybar vua dr ra dhora khabe.
    tobe amader nijeder present location n chamber add ta deowa uchit Na!!!

    1. আপনি যখন Try করেছিলেন তখন হয়তোবা সার্ভার Busy ছিল।
      এখন আবার ঠিক হয়ে গেছে।

  2. Poor work by the BMDC! !
    Names are missing, father’s name is missing, photos are cut and, what not!
    BMDC should be more cautious! !

    1. আমরাও আশা করছি, বিএমডিসি তাদের ওয়েবসাইট আরও সমৃদ্ধ করবে।

  3. hm…now its working…about 7/8 months back I tried for once bt at that time my info shown wrong…think then it was under construction…nice work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ডাক্তারদের লিফট থেকে রোগীর লোককে নেমে যেতে বলায় মার খেলেন DMC এর ডাক্তার

Tue May 6 , 2014
ঘটনাস্থল এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজের নতুন বিল্ডিংয়ে রোগী এবং তাদের এটেন্ডেন্টদের জন্য ৫ টি লিফট। আলাদাভাবে বিল্ডিংয়ের পিছনদিকে ডাক্তারদের জন্য ২টি লিফট, একটি শুধুমাত্র ডাক্তারদের জন্য অন্যটি ডাক্তার,নার্স,স্টাফদের জন্য। আজকে মেডিসিন ইউনিট-৭ এর এডমিশন (মেডিসিনের যত রোগী আজ আসবে সব এই ইউনিটেই ভর্তি হবে) থাকায় এই […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo