বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী কোভিড-১৯ রোগীর সংজ্ঞা

২৫ মার্চ ২০২০: কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের অধিকাংশই সামান্য মাত্রায় রোগাক্রান্ত হয়ে নিজে থেকেই সুস্থ হয়ে যান। তবে ১৪% রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে এবং অক্সিজেন সাপোর্টসহ হাসপাতালে ভর্তি হতে পারে এবং ৫% রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে। কোভিড-১৯ রোগী সংক্রান্ত সংজ্ঞা (Case Definition) দেয়া হল।

সন্দেহভাজন রোগী (Suspected Case):
১. শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগী (জ্বর ও কাশি বা শ্বাসকষ্ট) এবং বিগত ১৪ দিনের মাঝে স্থানীয়ভাবে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এমন কোন দেশে অবস্থান বা ভ্রমণের ইতিহাস অথবা
২. শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগী এবং বিগত ১৪ দিনে লক্ষণ প্রকাশের পূর্বে কোভিড-১৯ আক্রান্ত নিশ্চিত বা সম্ভাব্য রোগীর সংস্পর্শে ছিলো অথবা
৩. গুরুতর শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগী (জ্বর ও কাশি বা শ্বাসকষ্ট) যার হাসপাতালে ভর্তি প্রয়োজন এবং যার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অন্য কোন রোগ দিয়ে ব্যাখ্যা করা যায় না।

সম্ভাব্য রোগী (Probable Case)
সন্দেহভাজন রোগী যার ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল সুনিশ্চিতভাবে জানা যায় নি।

নিশ্চিত রোগী (Confirmed Case)

যার ক্ষেত্রে কোভিড-১৯ এর ভাইরাসের উপস্থিতি ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া গিয়েছে, ক্লিনিক্যাল লক্ষণ থাকুক বা না থাকুক।

সংস্পর্শে আসা ব্যক্তি (Contact)
এমন ব্যক্তি যিনি কোভিড-১৯ এর নিশ্চিত বা সম্ভাব্য রোগীর লক্ষণ প্রকাশ পাওয়ার ১৪ দিনের মধ্যে নিম্নলিখিত কোন একটি বিষয়ের সাথে জড়িত ছিলেন:
১. সঠিক নিয়মে PPE (ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম) ব্যবহার না করে রোগীর পরিচর্যা করেছেন
২. রোগীর সাথে কোন বদ্ধ পরিবেশে অবস্থান করেছেন (যেমন – একই কর্মক্ষেত্র, শ্রেণীকক্ষ, বাসা বা সমাবেশ)
৩. রোগীর কাছাকাছি অবস্থানে (১ মিটারের কম দূরত্বে) ভ্রমণ করেছেন

কাদের ল্যাব পরীক্ষা করা হবে
যেকোন সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে মলিকুলার পরীক্ষা (RT-PCR) করে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা যেতে পারে।

বাংলাদেশে কি এই পরীক্ষাটি হয়?
হ্যাঁ। বাংলাদেশে বর্তমানে শুধু মহাখালীস্থ আইইডিসিআর এ পরীক্ষাটি হয়। তবে এ পরীক্ষাটি করার প্রয়োজন মনে করলে প্রথমে আইইডিসিআর এর হটলাইন বা জাতীয় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বা সরকারি তথ্যসেবা নাম্বার ৩৩৩ এ ফোন করুন।

তথ্যসূত্র: COVID-19 Case Definition

Platform

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

কোভিড-১৯: আরো ১ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৫ জন

Wed Mar 25 , 2020
২৫ মার্চ ২০২০: বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো একজন রোগী। এ নিয়ে কোভিড-১৯ এ দেশে মোট শনাক্ত রোগী ৩৯ জন, মোট মৃতের সংখ্যা ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭ জন। দুপুর ১২.০০ ঘটিকায় এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo