বুধবার, ২১ মে, ২০২৫
বন্ধ হয়ে যেতে পারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন চিকিৎসকদের শিক্ষা ছুটি তথা ডেপুটেশন কার্যক্রম। ১৭ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (চিকিৎসা শিক্ষা-১ শাখা) কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকসমূহের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, “দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত)” অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে চিকিৎসকদের প্রেষণ মঞ্জুরের আবেদন অগ্রায়ন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে লীভ রিজার্ভ পদ না থাকায় চিকিৎসকদের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে পূর্ববর্তী কর্মস্থল থেকেই বেতন-ভাতা প্রদান করা হয়। প্রেষণপ্রাপ্ত চিকিৎসকদের পূর্ববর্তী কর্মস্থল থেকে বেতন-ভাতা প্রদানের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ০২ থেকে ০৪ বছর পর্যন্ত নতুন কোন চিকিৎসক পদায়ন করা যায় না। ফলে উক্ত প্রতিষ্ঠানে মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম বিঘ্নিত হয়। বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে প্রচুর সংখ্যক চিকিৎসকদের প্রেষণ আবেদন অগ্রায়ন করা হচ্ছে। প্রেষণপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতিতে ০২-০৪ বছর কিভাবে স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জানা প্রয়োজন।
চিঠিতে আরো বলা হয়েছে, এমতাবস্থায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন প্রচুর সংখ্যক চিকিৎসককে দীর্ঘ ০২ থেকে ০৪ বছরের জন্য প্রেষণ প্রদান করা হলে সংশ্লিষ্ট এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এ বিষয়ে সুনির্দিষ্ট মতামতসহ কর্মপরিকল্পনা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্ল্যাটফর্ম/এমইউএএস