শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
শনিবার (১৭ জানুয়ারি) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের কঠোর নীতির পক্ষে সোচ্চার হতে তরুণ চিকিৎসকদের সম্পৃক্ত করা (Engaging Young physician to Advocate for stronger tobacco control policies) শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ৩০ জন তরুণ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় তরুণ চিকিৎসকরা বলেন, বাংলাদেশে তামাকের ব্যবহার কমাতে হলে কার্যকরভাবে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধি করতে হবে। কিন্তু সিগারেটের চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। তাই আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হলে শিশু-কিশোর ও তরুণেরা ধূমপানে নিরুৎসাহিত হবে।
এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতি প্রফেসর খন্দকার আব্দুল আউয়াল রিজভী ,প্রফেসর সাফিউন নাহিন শিমুল, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান ও সমন্বয়ক ডা. অরুনা সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক– মেহরুবা আক্তার
