মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫
জহুরুল ইসলাম মেডিকেল কলেজে দ্বিতীয় বার্ষিক সীরাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত মেডিকেল কলেজের অডিটোরিয়ামে গত ২৮ আগস্ট এ সিরাহ মাহফিল অনুষ্ঠিত হয়। এ মহতী মাহফিল ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা ﷺ এর পবিত্র জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ ও তা হৃদয়ে ধারণ করার এক অনন্য সমাবেশ।
মাহফিলে নবীজীর ﷺ জীবন সংগ্রাম, সাহাবায়ে কিরামের ত্যাগ ও আজকের উম্মাহর দায়িত্ব নিয়ে মাওলানা মুফতি হারুন ইজহার (হাফি:) হৃদয়গ্রাহী আলোচনা করেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ (হাফি:)।
সমাপনী মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মুফতি ওমর আহমেদ, যেখানে জাতি, সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তির জন্য অশ্রুসিক্ত দোয়া করা হয়।
মাহফিলে জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা তাঁর সুমধুর কণ্ঠে নাশিদ পরিবেশন করেন।
মাহফিলের সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাইয়েদ হাসান, প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূইয়া, এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম।
মাহফিলে উদ্বোধন করা হয় “জহুরুল ইসলাম মেডিকেল কলেজ বোনস ব্যাংক (JIMC Bones Bank)”। এ বছর নতুন ছয় সেট মানব কঙ্কাল কলেজের নবীন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ মহৎ উদ্যোগের উদ্দেশ্য হলো অবৈধ পথে হাড় কেনাবেচা রোধ করা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজতর করা।
এছাড়াও সিরাহ মাহফিল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।