রবিবার, ১১ মে, ২০২৫
চিকিৎসা ব্যয় কমাতে সুলভমূল্যের ওষুধ প্রেসক্রিপশনে রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

শনিবার (১০ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব লুপাস দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা খরচের অন্যতম বড় অংশ হচ্ছে ওষুধ, তাই আমরা ডাক্তারদের আহ্বান জানাচ্ছি যেন তারা রোগীদের জন্য প্রয়োজনীয় এবং সুলভমূল্যের ওষুধ প্রেসক্রিপশনে উল্লেখ করেন।
অধ্যাপক শাহিনুল আলম বলেন, বর্তমানে রোগী সেবার ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এটি প্রায় ৭৩ শতাংশে পৌঁছেছে। অথচ সরকারের ২০৩০ সালের মধ্যে লক্ষ্য হল চিকিৎসা খরচের ৭০ শতাংশ রাষ্ট্র বহন করবে এবং ৩০ শতাংশ রোগী বহন করবে। কিন্তু এই পরিস্থিতি দেখে আমাদের অবশ্যই প্রশ্ন করতে হবে, কেন রোগী ব্যয় কমছে না বরং বেড়ে যাচ্ছে?
তিনি আরো বলেন, বিএমইউর রিউমাটোলজি বিভাগে আন্তর্জাতিক মানের গবেষণা ও চিকিৎসকরা রয়েছেন, যারা নিয়মিত প্রমাণভিত্তিক চিকিৎসা ও গাইডলাইন অনুসরণ করেন। এটি আমাদের সব চিকিৎসকদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে, যার মাধ্যমে আমরা চিকিৎসা ব্যয় কমিয়ে আনতে সক্ষম হব।
উল্লেখ্য, লুপাসের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে চুল পড়া, মাথাব্যথা, গায়ের ওপর প্রজাপতির পাখার মতো লাল চাকা, চরম ক্লান্তি, জ্বর, মুখে বা নাকে ঘা, গিরায় ব্যথা বা ফোলা এবং রোদ বা আলোতে শরীরের চামড়ায় প্রভাব বা জ্বালাপোড়া। লুপাস রোগের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হার্ট, কিডনি, ব্রেন এবং চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সেমিনারে আরো বক্তব্য দেন- অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ (মেডিসিন অনুষদের ডিন), অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান (শিশু অনুষদের ডিন), অধ্যাপক ডা. মো. আবু শাহীন (রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান), অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, অধ্যাপক ডা. মো. ইমনুল ইসলাম, অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম প্রমুখসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও চিকিৎসকরা।