এনাম মেডিকেল কলেজ প্রতিনিধি,
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
‘চিকিৎসক সপ্তাহ-২০২৫’ উপলক্ষে প্ল্যাটফর্ম অফ মেডিকেল আ্যন্ড ডেন্টাল সোসাইটি এর ‘এনাম মেডিকেল কলেজ ইউনিট’ কর্তৃক একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন এবং বক্তব্য পেশ করেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মিজানুর রহমান, পরিচালক রওশন আরা চৌধুরী, অধ্যক্ষ মহোদয় প্রফেসর ডাঃ মোতাহার হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যক্ষ মহোদয়া প্রফেসর ডাঃ জায়েদা রহমান, স্বনামধন্য প্রফেসর ডাঃ মাহমুদা বেগম, স্বনামধন্য প্রফেসর ডাঃ আমিনুল হক খান, মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ মাহবুব হোসেন এবং সার্জারি বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ দেবাশীষ দাস।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, আইএমও, সিএ, রেজিস্টার, ইন্টার্ন ডাক্তার এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
উপস্থিত অতিথিরা ‘চিকিৎসক সপ্তাহ-২০২৫’ উপলক্ষে নানা রূপ দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। চিকিৎসা খাতে বিভিন্ন ঘাটতি এবং অব্যবস্থাপনা তুলে ধরেন। এ সময় অতিথিরা সারাদেশে ঘটমান চিকিৎসকদের উপর অযাচিত হামলার তীব্র নিন্দা জানান এবং এর দ্রুত বিচার দাবি করেন। এছাড়াও চিকিৎসকদের ইথিক্যাল প্র্যাকটিস করার জন্য আহ্বান জানান।
এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অতি দ্রুত চিকিৎসা খাতে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান।