মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এতে ৪ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।
পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে আছে ডায়াবেটিস, হরমোন, ক্যানসারসহ নানা জরুরি ওষুধের উপকরণ। এগুলো আবার আমদানি করা সময়সাপেক্ষ। এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আছে। তাতে প্রভাব পড়বে ওষুধের বাজারে।
অপরদিকে, পুড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি। এছাড়া, এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মওকুফসহ নানা দাবি করেছে ওষুধ শিল্প সমিতি।